Logo
Logo
×

রাজনীতি

সত্য প্রকাশে নির্ভীক মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম

সত্য প্রকাশে নির্ভীক মেয়র আইভী
Swapno

 

চলনে ও বলনে দেশবাসীর কাছে নিজেকে একজন সাহসী মহিলা হিসেবে তুলে ধরতে সমর্থ হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মুখের উপর সত্যকথা বলাতেও তার জুড়ি নেই। সম্প্রতি তিনি নিজের স্বরূপ উদঘাটন করে বললেন, ‘সারা দেশের মানুষ জানে, আমি শামীম ওসমানের সাথে ঝগড়া করি।’ অর্থাৎ তিনি একজন ঝগড়াটে মহিলা। কিন্তু কী কারণে তিনি ঝগড়া করেন, তাও নিঃসংকোচে বলেছেন।

 

এ প্রসঙ্গে মেয়র আইভীর একজন একনিষ্ঠ অনুগামী বললেন, ‘ম্যাডামের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলেই তিনি মুখ খুলতে বাধ্য হন, এটাকে যদি কেউ ঝগড়া হিসেবে দেখেন তবে বলার কিছু নেই।’ অপরদিকে শামীম ওসমানের এক ঠোঁটকাটা অনুসারি বললেন, ‘মেয়র আন্টি একবার যার পেছনে লাগেন, তার বারটা বাজিয়ে ছাড়েন।’ এ প্রসঙ্গে তিনি একটি ঘটনার কথা উল্লেখ করে জানালেন, আন্টির বদ নজরের শিকার হয়ে তার অধীনস্থ এক কর্মচারি স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য হয়েছেন।

 

কিন্তু অবসরে গিয়েও তার শেষ রক্ষা হয়নি। নানা অজুহাতে তার প্রাপ্য গ্রেচুয়্যাটি ও আনুসঙ্গিক টাকার ফাইলটি আটকিয়ে রাখা হয়েছে। তার অপরাধ, তিনি আইভীর নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ওই কর্মচারি আদৌ তার প্রাপ্য বুঝে পাবেন কিনা, সে ব্যাপারেও খুব চিন্তিত। অথচ এ মুহূর্তে তিনি কপর্দকহীন অবস্থায় কষ্টে দিনাতিপাত করছেন।  

 

সম্প্রতি নগর ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তৃতা করতে গিয়ে মেয়র আইভী বলেন, ‘পরিবহন দস্যুদের জন্য আমি নারায়ণগঞ্জে কিছুই করতে পারি না। আমি অসহায়। এই পরিবহন দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলআরটি নেয়ার চিন্তা ভাবনা করছি। বাস টার্মিনাল আমার, কিন্তু আমাকে না জানিয়েই বিআরটিএ লক্কর ঝক্কর মৌমিতা বাস চলাচলের পারমিশন দিয়ে দিলো! পরিবহন দস্যুরা পুরো শহরটা বাস আর ট্রাকে ভরে ফেলেছে।

 

আমি ছাড়া কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ করলেই সারা দেশের মানুষ বলে আমি নাকি শামীম ওসমানের সাথে ঝগড়া করি। কিন্তু কেনো করি, তা তো তারা জানেন না। আমি বাধ্য হয়েই তা করি এবং ৩ মাস চুপ থাকি।’ 

 

‘পরিবহন দস্যু’ বলতে তিনি কাদেরকে বুঝাচ্ছেন, তা স্পষ্ট করে না বললেও আকারে ইঙ্গিতে এমপি শামীম ওসমান ও তার অনুসারিদের দিকেই যে অঙ্গুলি তুলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর এমপি শামীম ওসমানের লোকেরাই নিয়ন্ত্রণ করেন।

 

গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক র‌্যালিতে বক্তব্য রাখতে গিয়ে মেয়র আইভী এমপি সেলিম ওসমানকে লক্ষ্য করে বলেন, ‘আপনার ছোটভাই (এমপি শামীম ওসমান) ফুটপাতে হকার বসিয়ে শহর নোংরা করছেন। হকারের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেন, তবে আমি রাস্তায় নামবো। তখন যদি কোন সংঘর্ষ হয় তবে আপনারাই দায়ী থাকবেন। তিনি শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, ভাই অনেক হইসে।

 

এখন সবকিছু বাদ দিয়া আসেন শহরটা ঠিক করি। শহরে মানুষের জন্য কাজ করি।’ আইভীর এ বক্তব্য শোনার পর শামীম শিবিরে হৈচৈ পড়ে যায় বলে জানা গেছে। তাদের মতে, মেয়র আইভী গায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছেন। কিন্তু তিনি চাইলেও এ মুহূর্তে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সবেমাত্র নির্বাচন শেষ হয়েছে, সরকার এখনো ঠিকমতো কাজ শুরু করেনি। এ ছাড়া বিরোধী দলের আন্দোলনের হুমকি আসছে। 

 

প্রসঙ্গত, ২০০৩ সলে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আইভীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১১ সালে নরায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখের বেশী ভোটে শামীম ওসমানকে পরাজিত করে ইতিহাসে নিজের নামটি খোদাই করে নিয়েছেন। টানা ৩ বার সিটির মেয়র নির্বাচিত হয়ে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন