Logo
Logo
×

রাজনীতি

‘রুট পারমিট না থাকলে সরাসরি ডাম্পিংয়ে’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম

‘রুট পারমিট না থাকলে সরাসরি ডাম্পিংয়ে’
Swapno

 

রুট পারমিট ছাড়া নারায়ণগঞ্জে বাস ঢুকলেই সরাসরি ডাম্পিংয়ে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল হক। গতকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাব আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। জলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘আমি বিআরটিএ’র একটা সভা করে ছিলাম আমি এসেই ২-৩ মাস পরেই। যে কমিটির সভাপতি আমি সেখানে একটা কমিটি করে দিয়েছিলাম যে নারায়ণগঞ্জে কতটি গাড়ি চলতে পারবে।

 

আমি আশা করি আগামী ১৫ দিনের মধ্যে এই রিপোর্টটি আমি পাবো। যে কতটি গাড়ি আসলে রুট পারমিট দেওয়া যায় এবং কতটাকে দেওয়া হয়েছে। আমরা এটা কিন্তু রাস্তার যে পরিমাণ আছে সেই সাইজে নিয়ে আসবো। আমরা এই প্ল্যান করেছি, একটা কমিটি করে দিয়েছি, কমিটি কাজ করছে। এটা নিয়ে আমার এডিএম বিআরটিএ’র এডি ওনারা এটা নিয়ে কাজ করছেন।

 

গত ৫ মাসে সাড়ে ৪০০ গাড়িকে জরিমানা করা হয়েছে বিভিন্ন ইস্যুতে। সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৫ মাসে সাড়ে ৪০০ গাড়িকে। এর মধ্যে আমরা এতোটুকু সাহস পাচ্ছি আমাদের সম্মানিত সংসদ সদস্য মহাদয়গণ তারা প্রত্যেকেই সুন্দর একটা নারায়ণগঞ্জ পাচ্ছেন। আমি কিন্তু এরপর থেকে ডাম্পিংয়ে দেওয়া শুরু করবো গাড়িগুলো যেগুলোর রোড পারমিট নেই। আমি আজ প্রকাশ্যে ঘোষণা করছি আগামীকাল (৩ ফেব্রুয়ারি) থেকে রোড পারমিট ছাড়া গাড়ি রাস্তায় পেলে সেটি ডাম্পিংয়ে দেওয়া হবে।

 

কারণ আমি যেখানে একটা এরকম কনসাচনেচ (সচেতনা) চাচ্ছিলাম, তা আজকে পেয়ে গেছি। আগামীকাল থেকে নারায়ণগঞ্জ শহরে কোনো রুট পারমিট ছাড়া গাড়ি ঢুকবে না। যদি ঢুকে তাহলে ম্যাজিস্ট্রেট সামনে সকাল থেকে সন্ধা পর্যন্ত ম্যাজিস্ট্রেট ডিউটি করবে সেসব গাড়ি সরাসরি ডাম্পিংয়ে দেওয়া হবে। কোনো রকমের রুট পারমিট ছাড়া কোনো গাড়ি যেন না ঢুকে নারায়ণগঞ্জে, এটা একটা ইস্যু। শহরের স্ট্যান্ড আমরা দেখেছি আমার মনে হয় পুলিশ সুপার মহাদয় ও মেয়র মহাদয় একটা  কনসাচনেচ যেহুতু পেয়েছি অবৈধ কোনো স্ট্যান্ড আমরা থাকতে দিবো না।

 

আমরা আবার কালকে থেকে মোবাইল কোর্ট যাবো। এ ধরনের একটা মিটিং আপনারা করেছেন। ম্যাজিস্ট্রেট যাবে, পুলিশ যাবে। এখানে একটি জনপ্রতিনিধিদের একটা কনাসচনেচ এর জন্য তাকিয়ে ছিলাম। সুতরাং এটা আজকে হয়ে যাবে সম্মানিত অতিথিবৃন্দ ও সংসদ সদস্যবৃন্দ আমরা যাদের কথা শুনেছি আমি খুবই আশান্বিত। মেয়র মহাদয় চাচ্ছেন, কালকে থেকে মোবাইল কোর্ট তুলবে অবৈধ্য স্ট্যান্ডগুলো দুর করা, যেগুলো আমার চোখেও পরে আমরা ইতোমধ্যে অনেক জরিমানা করেছি।

 

মেয়র মহাদয়কে অনুরোধ করবো কালকে আপনি আপনার লোক দেন ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ থাকবে কালকে থেকে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করার জন্য অভিযান চালাবো। আর ট্রেন বন্ধের বিষয়টা আমি ইতিমধ্যে রেলওয়ে মিনিষ্ট্রির সঙ্গে কথা বলেছি, চাষাঢ়াতে যেটা আমাদের শামীম ওসমান স্যার বললেন যে, এটা তুলে দেওয়ার জন্য। আমি একটি কমপ্লিট প্রস্তাব পাঠাবো যে, এটা বন্ধ করে দেওয়ার জন্য।

 

রেলওয়ে মিনিস্ট্রি কপি কেবিনেট আমি মন্ত্রি পরিষদ পাঠাবো এবং আমি সচিব মহাদয়ের সাথে কথা বলবো আমি এমপি মহাদয়কে অনুরোধ করবে যে মন্ত্রী  মহোদয়ের সাথে কথা বলার জন্য, তাহলে সুবিধা হয়। আর সামসুজ্জোহা সড়ক যেটা আসছে এখানে একটা বিষয় এখানে একটা সমস্যা আছে অনেক বছর ধরে আপনারা সেটা জানেন যে রাইফেল ক্লাবের এই জায়গাতে এটা এক্সটেনশন করা যাচ্ছিলনা কিছুটা সামরিক ভূসম্পত্তি, একটা রোডস এন্ড হাইওয়ের এর সম্পত্তি।

 

এটা আমরা গত ৪-৫ দিন আগে রাইফেল ক্লাবে উভয়পক্ষকে নিয়ে বসছি, এটা মোটামোটি সলিউশন হয়ে গেছে। এখন সামরিক ভূ-সম্পত্তি ও রোডস এন্ড হাইওয়ের এর মধ্যে একটি সমাধান হয়ে গেছে এই মুহুর্তে পরিমাপ হয়ে গেছে। ওটা যদি হয়ে যায়, তাহলে চাষাড়া থেকে আমরা যখন ঢাকার দিকে যাবো এই জায়গাটুকু আমরা খুব দ্রুত আশা করছি কাজ হয়ে যাবে ১৬ শতক জায়গার একটা প্রবলেম ছিল সেটা সলভ করে ফেলেছি। অতিশীঘ্রই কাজ শুরু হবে।

 

অটোবাইকের ব্যাটারি চার্জ কোথায় হচ্ছে আমাদের মহাদয় সংসদ সদস্য শামিম ওসনমান স্যার বলেছেন এটি ম্যাজিস্ট্রেটের কাজ। এর আগে আমি বলেছি তবে আমি অনুরোধ করবো পুলিশ সুপার মহোদয় রয়েছেন পুলিশ থেকে গোয়েন্দা তথ্য এখানে একজন গোয়েন্দা সংস্থার লোকও রয়েছেন তো অনুরোধ করবো, কোথায় কোথায়ং ব্যাটারি চার্জ দেওয়া হয় ও বিক্রি করা হয় অটোরিকশা। আমাদের শীথিলতার সুযোগে।

 

সুতরাং আমাদের আসলে কঠোর হতে হবে। এ ছাড়া কোনো উপায় নেই, কঠোর আমাদের হতেই হবে। প্রতিনিয়ত ঢুকতেছে তাদের কারখানা গুলো বন্ধ করে দিবো। আমি বলে দিচ্ছি, আমরা চেষ্টা করবো এগুলো বন্ধ করতে আমি জানি এগুলোর অনুমোদন নেই, সত্যিকার অর্থে সিল করে দিবো আমরা। যে কারখানাগুলো তে অটোরিকশা হয় উৎপাদনটা বন্ধ করে দিতে চাই। এটা একদিনে সম্ভব না আমরা খুব দ্রুত এবং অভিযান গুলো চালাবো।’ এস.এ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন