Logo
Logo
×

রাজনীতি

সুড়ঙ্গের শেষে আশার আলো

Icon

লতিফ রানা

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম

সুড়ঙ্গের শেষে আশার আলো
Swapno


 
# এই বৈঠকের পর পজেটিভ রেজাল্ট আসবে বলে আশাবাদী না’গঞ্জবাসী
# মেয়র, এমপি ও প্রশাসন এক লাইনে আসার প্রতীক্ষা ঘুচবে
# তাদের দৃঢ়তায় জেলার অর্ধেক সমস্যারই সমাধান হবে বলে দাবি
# অতীতে যখনই তারা এক অনুষ্ঠানে বসেছেন তখনই আলোচনায় এসেছেন

 

 

২০২১ সালের সরকারি এক সমীক্ষায় দেশের সবচেয়ে কম হতদরিদ্র মানুষ নারায়ণগঞ্জে। এই জেলায় হতদরিদ্রের সংখ্যা সবচেয়ে কম। যা শতকরা হিসাবে ১ শতাংশেরও নিচে বলে জানা যায়। অন্য আরেক জরিপে দেখা যায় দেশের সব চেয়ে ধনী জেলার খেতাব পাওয়া এই জেলাটি আয়তনের তুলনায় মানুষের বসবাসের এলাকা হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে। নারায়ণগঞ্জে গড়ে প্রতি বর্গকিলোমিটারে বসবাস করছে ৫ হাজার ৭১২ জন। এর আগে শুধু মাত্র রাজধানী জেলা ঢাকা।

 

যেখানে প্রতি বর্গকিলোমিটারে বসবাস করছে ১০ হাজার ৬৭ জন। আর শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ এই নারায়ণগঞ্জের ঘনত্বের মূল কারণ হলো এখানকার বিভিন্ন কল-কারখানায় মানুষের কর্মসংস্থানের সুযোগ। যার ফলে দেশের বিভিন্ন জেলা থেকেই মানুষ-জন ছুটে আসছে ছোট্ট এই জেলাটিতে। এর ফলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই জেলা।

 

অথচ শিল্প বাণিজ্যে বিশাল অবদান রাখা এই জেলার উন্নয়নের ক্ষেত্রগুলি তুলনামূলকভাবে অনেক পিছিয়ে আছে বলে নারায়ণগঞ্জবাসীর দাবি। পিছিয়ে থাকার জন্য মেয়র, প্রশাসন ও দুই প্রভাবশালী সাংসদের মতপার্থক্য বা মতের মিল না থাকাকে অন্যতম কারণ হিসেবে মনে করেন সচেতন মহল। তবে এবার সেই প্রতীক্ষিত আশাটি সফল হতে যাচ্ছে বলে মনে করছেন নারায়ণগঞ্জবাসী।

 

বিশেষ করে নগরীর যানজট ও ফুটপাত দখলের সমস্যা সমাধানে গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে দীর্ঘ অবহেলার পাহাড়ে আটকে থাকা নারায়ণগঞ্জবাসী একটি সুড়ঙ্গের শেষ মাথায় আশার আলো দেখতে পাচ্ছেন বলে মনে করছেন। একই সাথে মেয়র, এমপি ও প্রশাসনের কথার সুরের তাল ও লয়ে মিল থাকায় নারায়ণগঞ্জের বেশিরভাগ সমস্যারই দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে আশাবাদী নারায়ণগঞ্জবাসী।

 

শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মাহমুদুল হক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর খসরুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সেই বৈঠকে নারায়ণগঞ্জের যানজট ও ফুটপাত দখল নিয়ে তাদের প্রত্যেককেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে, সকল বিভেদ ভুলে একসাথে কাজ করার অঙ্গীকারে আবদ্ধ হতে দেখা যায়।

 

দীর্ঘদিন নারায়ণগঞ্জবাসীর মধ্যে একটি বার্তা কাজ করে আসছে যে, নারায়ণগঞ্জ শহরের উন্নয়ন ত্বরান্বিত করতে নারায়ণগঞ্জে শক্তিশালী দুই প্রতিপক্ষ (নারায়ণগঞ্জবাসী তাদের প্রতিপক্ষ বলে মনে করেন) সকল মতভেদ ভুলে যদি এক টেবিলে বসে শহরের সকল জটিল সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে পারে, রাজনৈতিক এবং ব্যক্তিগত ইগো ভুলে জনগণের স্বার্থে উন্নয়নের বাধাগুলো দূর করার চেষ্টা করে, তাহলে কোন বাধা-ই নারায়ণগঞ্জের উন্নয়নকে প্রতিহত করতে পারবে না।

 

বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে আহবান এসেছে, বিভিন্ন মিডিয়ায় খবর এসেছে। কিন্তু কাজের কাজ কিছই হয়নি। এমনকি এই বিষয়ে কেউ দায়িত্ব নিয়ে মধ্যস্থতাও করতে পারেনি। তাই নারায়ণগঞ্জবাসী ধরেই নিয়েছিল যে বিষয়টি মানুষের মুখে মুখে এবং সংবাদের শিরোনামেই হয়তো থেকে যাবে। আর এইজন্যই যখনই কোন অনুষ্ঠানে এমপি শামীম ওসমান কিংবা সেলিম ওসমানের সাথে একই মঞ্চে মেয়র আইভীকে বসতে দেখা গেছে তখনি বিষয়টি আলোচনার খোরাক হয়েছে।

 

তার সাথে বেড়েছে নারায়ণগঞ্জবাসীর আফসোস। ‘আহারে! যদি নারায়ণগঞ্জের উন্নয়নে তারা এভাবে পাশাপাশি বসতো।’ এমন আফসোসে দীর্ঘকাল ভূগেছে তারা। শুধু এখানকার সচেতনমহল, রাজনৈতিকবোদ্ধা বা সাধারণ মানুষই নয় দেশের বিভিন্ন এলাকার সচেতন মানুষেরই এই বিষয়টি নিয়ে একটি আফসোস ছিল।   

 

গত বছরের নভেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন তারা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে কুমুদিনীতে একটি ভিত্তিপ্রস্তুর উদ্বোধনী অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন মেয়র আইভী, সেলিম ওসমান ও শামীম ওসমান। ২০২২ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত সোনারগাঁ আওয়ামী লীগের সম্মেলনে এক মঞ্চে ছিলেন মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমান। ২০২২ সালের অক্টোবরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পাশপাশি বসেছেন আইভী ও শামীম ওসমান।

 

২০২২ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের আহবানে এক ইফতার পার্টিতে একসাথে বসেন আইভী ও শামীম ওসমান। মোদ্দাকথা যখনই কোন কারণে মেয়র আইভী এমপি সেলিম ওসমান কিংবা শামীম ওসমানের সাথে একই মঞ্চে উঠেছেন বা একই অনুষ্ঠানে পাশাপাশি এমনকি কাছাকাছি বসেছেন তখনই খবরের শিরোনাম হয়েছেন।

 

তাতেই বুঝা যায় এই দুই প্রতিপক্ষকে এক টেবিলে বসতে দেখার জন্য নারায়ণগঞ্জবাসী কতটা ব্যাকুল ছিল। তাই স্বাভাবিকভাবেই আজকের বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তারা সংবাদের শিরোনাম হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

 

নারায়ণগঞ্জবাসীর মতে এক সময়ের প্রাচ্যের ড্যান্ডিখ্যাত এই জেলার মূল শহর ও শহর সংলগ্ন এলাকাগুলোতে সমস্যার অন্ত নেই। এর মধ্যে অন্যতম সমস্যা হলো যানজট, ফুটপাত দখল, চাঁদাবাজি, অবৈধ গাড়ির অবাধ চলাচল, প্রয়োজনী ফুটওভার ব্রিজ নির্মাণ, প্রয়োজনীয় সড়ক পথ নির্মাণ, কদমরসুল সেতুর জটিলতা নির্মূল, জেলার শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, জলাবদ্ধতা নির্মূল, প্রয়োজনীয় পানি সরবরাহের নিশ্চয়তা, অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদারসহ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু।

 

যেসব সমস্যার সমাধান করতে হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ শহর সংলগ্ন দুই এমপি এবং প্রশাসনের সরাসরি সমন্বিত হস্তক্ষেপের প্রয়োজন। এরই মধ্যে গতকালকের গোলটেবিল বৈঠকে যানজট নিরসন ও ফুটপাতকে হকার মুক্ত রাখতে সব পক্ষই একাত্মতা ঘোষণা করেছেন বলে জানা গেছে। এমন ঘোষণার ফলাফল স্থানীয়রা খুব দ্রুতই পাবেন বলে সবাই আশাবাদী। নারায়ণগঞ্জের জনদুর্ভোগের এসব বিষয়ে এদের মধ্যকার ঐক্যবদ্ধ সিদ্ধান্তের কাছে কোন অপশক্তিই মাথা উচু করে দাঁড়াতে পারবে না বলে বিশ্বাস করে নারাণয়গঞ্জবাসী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন