Logo
Logo
×

রাজনীতি

কালামকে নিয়ে যন্ত্রণা তাদের

Icon

এম মাহমুদ

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম

কালামকে নিয়ে যন্ত্রণা তাদের
Swapno

 

সংসদ নির্বাচনের পর দরজায় কড়া নাড়ছে উপেজলা পরিষদ নির্বাচন। সে লক্ষ্যে সোনারগাঁ উপজেলায়ও চেয়ারম্যান প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন বেশকয়েকজন নেতা। তবে দলীয় ভাবে আওয়ামীলীগের সমর্থন থাকবে না বিদায় সোনারগাঁ উপজেলার প্রভাবশালী নেতারা একীভূত রয়েছেন।

 

কারণ তারা তাদের পছন্দের প্রার্থীকেই উপেজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে জয়ী করবেন। যার কারণে উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সিন্ডিকেটের নেতাদের বিপরীতে প্রার্থী থাকা নেতারা যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছেন সিন্ডিকেট নেতাদের কাছে।

 

সূত্র বলছে, আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে আলেচিত প্রার্থী সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম। তিনি বেশকয়েকবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামীলীগের সমর্থন না পেয়ে বিপুল ভোটে পরাজিত হন। কিন্তু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালামের থেকে অধিক জনপ্রিয় প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিদায় এবং আওয়ামী লীগের কোন সমর্থন থাকছে না বিদায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার কালামকে নিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের বৃহৎ একটি অংশের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

কারণ উপজেলার বৃহৎ একটি অংশের মধ্যে এক সময় মাহফুজুর রহমান কালামের রাজনৈতিক কলাকৌশলে বিশৃঙ্খলা সৃষ্ট হয়েছিল সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগে। তবে সেই বিশৃঙ্খলা কাটিয়ে এখন উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের সমন্বয়ে উপজেলা আওয়ামীলীগের একটি প্রভাবশালী সিন্ডিকেট তৈরী হয়ে গিয়েছে। যার কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাদের সিন্ডিকেটের পছন্দের নেতাকেই উপজেলা নির্বাচনে সমর্থন দিচ্ছেন সিন্ডিকেট নেতারা।

 

আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ কায়সার হাসনাতের সমর্থনের উপর নির্ভর করেই হাঁটবে উপজেলা আওয়ামীলীগের নেতারা। তবে এবার উপজেলা পরিষদ নির্বাচনে অন্যতম প্রভাবশালী প্রার্থী হিসেবে রয়েছেন সোনারগাঁ উপজেলা পরিষদের বর্তমান সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূঁইয়া। অপরদিকে সোনারগাঁয়ের আরেক প্রভাবশালী নেতা উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

 

আর এই দুই নেতার মধ্য থেকেই উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সিন্ডিকেটের নেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী করবেন। তবে উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সিন্ডিকেটের নেতাদের বিপারীতে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে আলেচিত প্রার্থী সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম।

 

কারণ তিনি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সিন্ডিকেটের নেতাদের ভেদ করেই উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। যার কারণে আসন্ন উপজেলা নির্বাচনে কালামকে নিয়ে ক্রমেই যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সিন্ডিকেটের। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন