শামীম ওসমান নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে : এড. মাসুম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, আর মাত্র ১ মাস পরে ত্বকী হত্যার ১১ বছর পূর্ন হবে। ত্বকী হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি, আমরা শুধু এটা জিনিসই মাথায় রাখছি ত্বকী হত্যার বিচার চাই। এদিকে সরকার খুনিদেরকে প্রমোশন করছে এবং সংসদে নিয়ে বসাচ্ছে সেই সংসদ ও কলঙ্কিত করছে সেই খুনিরা। আজকে ত্বকী হত্যার এই ১১ বছরে হত্যার নির্দেশদাতা শামীম ওসমান।
কিন্তু এই সরকার এই শামীম ওসমানকে নমিনেশন দিল, এমপি বানালো সেই শামীম ওসমান নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জ্ঞান দান করে। যে শামীম ওসমান আজকে সংসদে গিয়ে সেই সংসদকে কলঙ্কিত করে, সংসদকে ব্লাক মেলিং করে নারায়ণগঞ্জের ইতিহাস রচনা করে। তিনি আরো বলেন, আমাদের কাছে স্পষ্ট কথা আমরা ত্বকী হত্যার বিচার চাই। আপনারা যেভাবে প্রধানমন্ত্রীকে নানাভাবে বুঝিয়ে ছাড় পেলে ও ত্বকী হত্যার খুনি হিসেবে শামীম ওসমান আপনাকে কাঠগড়ায় দাড়াতে হবে সেইদিন বেশি দূরে না। অবশ্যই আপনাকে ত্বকী হত্যার নির্দেশদাতা হিসেবে আদালতের কাঠগড়ায় দেখবো।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর কিছু চাওয়ার নাই, আমরা চাই এই দেশের জনগণের কাছে, আমরা চাই নারায়ণগঞ্জবাসীর কাছে। আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জবাসীরা সোচ্চার হবো আর এই খুনিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাবো। আর বুঝিয়ে দিবো এই খুনিদের প্রতি আমাদের অনাস্থা ছিল এবং থাকবে। এই খুনিরা নারায়ণগঞ্জে দাবড়িয়ে বেড়াতো, নারায়ণগঞ্জকে জিম্মি করে রাখতো। এর বড় প্রমান আজকে ৩ থেকে ৪ দিন যাবৎ এই শামীম ওসমানের যারা পেটুয়াবাহিনীরা শহরে চাঁদাবাজি করতো, হকার বসাতো, যানজটের প্রতিবন্ধকতা সৃষ্টি করতো, গণ-পরিবহন কন্ট্রোল করতো।
আজকে শামীম ওসমান কোন লোভে পড়ে, কোন উদ্দেশ্যে যে দাবাগুলো চেলেছে, সেখান থেকে আজকে সেটা প্রমাণ হয়। শামীম ওসমান নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে। এটা আমাদের অভিযোগ ছিলো এখন এটা সত্যি কথায় পরিণত হয়েছে। আজকে শহরের হকার উঠিয়ে দেওয়ায় সেই হকরার শামীম ওসমানের কাছে যায়। কারণ হকারদের বসার কে নির্দেশ দিয়েছে শামীম ওসমান ও তার ক্যাডাররা তার চাঁদাবাজরা। সুতরাং এই সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে শাশীম ওসমানের অনিবার্য পরিনতি আমরা দেখতে চাই।
সর্বশেষ আমি বলতে চাই ত্বকী হত্যার বিচার চাই। এই বিচার না হওয়া পর্যন্ত আমাদের কেউ রাজপথ থেকে হটাতে পারবে না। গতকাল তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩১ মাস উপলক্ষে আজ সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালনের আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। উক্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, খেলাঘর কেন্দ্রীয় সহ সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব, কবি, সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, বাসদ এর জেলা আহ্বায়ক নিখিল দাস, সিপিবি’র শহর সভাপতি আবদুল হাই শরীফ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি সভাপতি দুলাল সাহা প্রমুখ। এস.এ/জেসি


