Logo
Logo
×

রাজনীতি

টানা ছয় দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম

টানা ছয় দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি  
Swapno

 


দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা দেশের বৃহত্তম বিরোধী দল জাতীয়তাবাদী দল বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে টানা দুই মাস আন্দোলন করেছে দেশের সবচাইতে বড় বিরোধী বিএনপি। গত ২৮ অক্টোবরের পর থেকে টানা একদিন দুইদিন বাদ রেখে ১৩ দফা অবরোধ ও ৪ দফায় হরতাল আবার হরতাল-অবরোধ দুটি একই সঙ্গে পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।

 

 

যাকে ঘিরে মামলা-হামলার শিকার ও হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। যাকে ঘিরে এখনো বিএনপির শত শত নেতাকর্মী কারাগারে রয়েছেন। আবার অপর দিকে যারা মামলা খেয়েছে এমন হাজারো নেতাকর্মী আগাম জামিনের আবেদন করে এখনো জামিন মঞ্জুর না হওয়ায় রাজপথে নামতে পারছে না। যাকে ঘিরে অনেকটাই ব্যাক সাইডে পরে রয়েছেন বিএনপি।

 

 

জানা গেছে, সর্বশেষ গত ৩০ জানুয়ারী দেশের প্রত্যেক জেলায় কলো পতাকা মিছিল করেন তারা যেখানে বিএনপির নেতাকর্মীরা আটক না হলে ও কর্মসূচি পালনে পুলিশের বাধার মুখে পরেন। যাকে ঘিরে তার পর থেকে বিএনপিকে আর আন্দোলনে দেখা যায়নি ছিলো ও না কেন্দ্রীয় কোন নতুন কর্মসূচি পরবর্তীতে ১৪ দিন পর কেন্দ্রীয় ঘোষিত টানা ৬ দিনের কর্মসূচি ঘোষনা করেছেন দলটি।

 

 

সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আজকে ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি টানা ৬ দিনের কেন্দ্র ঘোষিত নতুন কর্মসূচি গণসংযোগ ও লিফলেট বিতরণের ধারাবাহিক কর্মসূচি নিয়ে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রাজপথে নামছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে তারা কর্মসূচিকে ঘিরে নানা প্রস্তুতি শুরু করেছেন।

 


সূত্র মতে, গত ২৮ অক্টোবরের পর থেকে নারায়ণগঞ্জের রাজপথে মহানগর বিএনপির ভূমিকা দেখা গেলে ও জেলা বিএনপি ছিলো না রাজপথে তাদের নিস্কিয়তার কারণে বর্তমানে নারায়ণগঞ্জে জেলা বিএনপির রাজনীতি অনেকটাই নিস্কিয় হয়ে পরেছে। এদিকে জেলা বিএনপির নেতাকর্মীরা হতাশায় ভূগছেন। কিন্তু কোনভাবেই জেলা বিএনপির কোন ভূমিকাই ছিল না বিএনপির নির্বাচনের পূর্বের কঠোর আন্দোলনগুলো ঘিরে।

 

 

এদিকে আন্দোলনের অংশ হিসেবে তাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ একতরফা ভোট বর্জন করেছে। এটাকে আন্দোলনের প্রাথমিক সাফল্য হিসেবে দেখছেন তারা। সেটাকে ঘিরে আবারো রাজপথে দেশের জনগণকে সকল আন্দোলনে বিএনপির সাথে একত্রিত হওয়ার ডাক দিতে আবারো নির্বাচনের পূর্বের লিফলেট বিতরণ কর্মসূচির কায়দায় তারা এখন ও জনগণের সাড়া খুজতে তাদের রাজপথে একত্রিত হতে ডাকছেন।

 

 

সেই লক্ষ্যে হিসেই গত রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এবং ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপি ১৭ ফেব্রুয়ারি জেলা সদরে লিফলেট বিতরণ করবেন। আর ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করব নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। এই কর্মসূচি বিএনপির আন্দোলনের কর্মসূচি না হলে ও এটার মাধ্যমে তারা দেশের জনগণকে জানান দিতে চাইছে আমরা রাজপথেই রয়েছি।

 

 

আমরা আপনাদের পাশেই আছি, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে একত্মতা প্রকাশ করেন যেভাবে দ্বাদশ নির্বাচন বর্জন করে আপনারা জানিয়ে দিয়েছেন এই দেশে আওয়ামী লীগের কোন জায়গা নেই, সেভাবে রাজপথে নেমে বুঝিয়ে দিতে হবে এই সরকার আর ক্ষমতায় থাকতে পরাবে না, তাকে পদত্যাগ করতেই হবে এমনটাই বলছে বিএনপির নেতাকর্মীরা।

 

 

তারা আরো দাবি জানিয়েছেন, আমরা ১ দফা দাবির আন্দোলনে এখনো রয়েছি। আমরা আমাদের দাবি পরিবর্তন করেনি, আমরা আমাদের সকল দাবি আদায় করেই ঘরে ফিরবো বলছেন তারা।

 


এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আমরা তো আমাদের ১ দফা দাবির আন্দোলনে এখনো রাজপথে আছি, আমাদের দাবি আদায় না হওয়ায় পর্যন্ত আমরা রাজপথে ছাড়বো না। ইতিমধ্যে আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে সরকারের  পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আগামী কাল ১৩ ফেব্রুয়ারী থেকে টানা ৬ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

 

আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনে যেভাবে রাজপথে সকল বাধা উপক্ষো করেই উপস্থিত ছিলাম সেভাবেই কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালনে আমরা রাজপথে ব্যাপক আকারে থাকবো। আর আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি সফল করবো ইনশাআল্লাহ।

 


মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, আমরা রাজপথেই আছি, রাজপথ ছেড়ে যায়নি আমরা আমাদের যে যে দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম সেই দাবিতে বর্তমানে ও অটুট আছি। অবৈধ সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে আমরা রাজপথে আছি এবং থাকবো।

 

 

আমাদের মহানগর বিএনপির কমিটি গঠনের পর থেকে এখন পর্যন্ত আমরা যেভাবে মহানগরের নেতাকর্মীদের আগলে রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ছিলাম সেভাবেই এখন ও বিগত দিনের মতো করেই সকল কর্মসূচি পালনে রাজপথের ব্যাপক ভূমিকা পালন করে যাবো।

 


মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল যুগের চিন্তাকে বলেন, আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথেই রয়েছি। কোন অপশক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না। এই লিফলেট বিতরণ কর্মসূচি আমরা পালন করবো আমরা আমাদের মামলায় এখনো জামিন পায়নি। তার পরে ও রাজপথে কৌশলে থেকে আমাদের কর্মসূচি পালন করবো।

 


মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান যুগের চিন্তাকে বলেন, এই সরকার একটি ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে অতিতে আমরা যুবদল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ছিলাম, সামনের যে সকল কর্মসূচি আসবে আমরা মাঠে থেকেই সকল কর্মসূচি সফল করবো ইনশাআল্লাহ।

 


মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম বাবু যুগের চিন্তাকে বলেন, এটা আমাদের চলমান আন্দোলন আমরা আমাদের চলমান আন্দোলনেই রয়েছি। আর এই আন্দোলনের সফলতা না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন