সংরক্ষিত আসনে এবারও বঞ্চিত না.গঞ্জ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
# ১২টি নির্বাচনে এক বার এমপি পায় না:গঞ্জ
দেড় মাস অতিবাহিত হয়েছে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এই নির্বাচনের রেশ না কাটতেই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশের পর থেকে পরবর্তী ৯০ দিনের মাঝে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
সেই অনুপাতি এপ্রিলের প্রথম সপ্তাহে সংরক্ষিত আসনে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। তারই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই হিসেবে ২০১৮ সনের নির্বাচনের সংরক্ষিত নারী আসনে মুন্সিগঞ্জ থেকে দেয়া হয়। তবে এবার নারায়ণগঞ্জ দেয়া হবে এমন আলোচনা উঠলেও তা আর হয়ে উঠে নাই। যদিও নারায়ণগঞ্জের সম্ভাব্য একাধিক প্রার্থী মাঠে থেকে আলোচনায় থাকেন। আবার কয়েক জন মনোনয়ন সংগ্রহ করেও তারা বঞ্চিত হন।
এদিকে দেশে এই পর্যন্ত ১২ টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চার যুগে নারায়ণগঞ্জে ১ বার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পেয়েছে। তাও আবার ২০১৪ সনে দশম নির্বাচনের পর সংরক্ষিত আসনে নারায়ণগঞ্জ থেকে এড. হোসনে আরা বাবলী সংরক্ষিত আসনে এমপি হয়েছেন। এর আগে বা পরে এই জেলায় সংরক্ষিত আসনে এমপি পায় নাই। কিন্তু সংসদীয় ৫০ টি সংরক্ষিত আসনের নির্বাচনে আওয়ামী লীড় মনোনয়ন বোর্ড সভার মাধ্যমে ৪৮ জনের নাম প্রকাশ করেছে।
তবে এই তালিকায় নারায়ণগঞ্জের কারো নাম নেই। কিন্তু এখান থেকে দেয়া হতে পারে এমন আলোচনা উঠলেও তা হয়ে উঠে নাই। ২য় বারের মত মুন্সিগঞ্জ থেকে ফজিলাতুন নেছা সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন। এতে করে নারায়ণগঞ্জ বার বার বঞ্চিত রয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, নারায়গঞ্জ থেকে এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য একাধিক প্রার্থী মাঠে আলোচনায় ছিলেন। তার মাঝে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানের তার সমর্থকরা দাবী তুলেন। তাছাড়া এবার নারায়ণগঞ্জ থেকে সংরক্ষিত আসনে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপির নাম উঠলেও তিনিও মনোনয়ন পান নাই।
তিনি টানা তিনবারের সাংসদ শামীম ওসমানের সহধর্মিনী হওয়ায় সারাদেশে পরিচিত হয়ে রয়েছেন। সেই সাথে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হওয়ায় তিনি নারীদের নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। তাই তাকে যেন সংরক্ষিত নারী আসনে মনোনীত করা হয় তার সমর্থকরা দাবী তুললেও তা আর হয়ে উঠে নাই। তবে সাবেক সংরক্ষিত নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী এবার সংরক্ষিত আসনে মনোনয়ন চাইতে পারে এমন আলোচনা উঠলেও তিনিও পান নাই। এছাড়া মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তাকেও দেয়া হয় নাই।
তবে এবার নারায়ণগঞ্জ থেকে দেয়া হতে পারে সংরক্ষিত আসনে এমন গুঞ্জন উঠায় তারা প্রত্যেকেই নিজেদের মত করে দলীয় হাই কমান্ডে দৌড়ঝাঁপ করেছেন বলে জানান তাদের সমর্থকরা। গতকাল তালিকা প্রকাশ হওয়ার পরে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনে কাউকে মনোনীত করা হয় নাই। গতবারের মত এবারও নারায়ণগঞ্জ ধনী জেলা হওয়া সত্বেও সংরক্ষিত আসনে এমপি থেকে বঞ্চিত হন। আর এতে করে মনে কষ্ট থেকেই যায় মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের মাঝে। এস.এ/জেসি


