Logo
Logo
×

রাজনীতি

কায়সারের ইশারায় প্রতিদ্বন্দ্বিতা

Icon

এম মাহমুদ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম

কায়সারের ইশারায় প্রতিদ্বন্দ্বিতা
Swapno

 

নানা সমীকরণ ও কৌশলের খেলায় সর্বদাই আবদ্ধ থাকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের রাজনীতি। যার কারণে বছর ব্যাপী আলোচিত সমালোচিত থাকে সোনারগাঁ উপজেলার রাজনৈতিক অঙ্গন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের পর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পূণরায় নানা সমীকরণ ও কৌশলের খেলায় আবদ্ধ হতে যাচ্ছে সোনারগাঁ উপজেলার আওয়ামী রাজনীতি।

 

কারণ ইতিমধ্যেই সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রার্থীদের তোড়জোড় দেখা যাচ্ছে। কিন্তু নির্বাচনী লড়াইয়ে এ ক্ষেত্রে অনেক প্রার্থীই সরে যেতে পারে নারায়ণগঞ্জ-৩ আসনের নবাগত সংসদ সদস্য কায়সার হাসনাতের ইশারায়। যার কারণে কায়সারের দিকে তাকিয়ে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী চেয়ারম্যান প্রার্থীরা কিন্তু সকল আওয়ামী চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন প্রার্থীই বর্তমান সাংসদের দিকে তাকিয়ে না থেকে নিজ নির্বাচনী মাঠ গুছিয়ে নিচ্ছেন।    

 

সূত্র বলছে, উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক না থাকায় সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আবারও একাধিক প্রার্থীর দেখা মিলছে উপজেলা পরিষদ নির্বাচনে। কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যার কারণে প্রার্থীদেরও ভোটারদের ধারে ধারে দেখা যাচ্ছে। কিন্তু সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নানা সমীকরণ ও কৌশলের খেলায় ধরাশায়ী হয়ে নিজের প্রার্থীতা উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরিয়ে নিতে পারেন।

 

কারণ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির কলাকৌশল এখন বর্তমান আওয়ামীলীগের নবাগত সাংসদ কায়সার হাসনাতের মাধ্যমেই পরিচালিত হয়। কারণ তার অনুসারীরা এবং তার চাচা নির্বাচনে প্রার্থী হয়েছেন যার কারণে তার সিদ্ধান্তের উপর অটল থেকেই নির্বাচনে অংশ নিবেন। তার অনুসারীদের মধ্যে প্রার্থী হয়েছেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং সাধারণ সম্পাদক আলী হায়দার এবং তার চাচা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মনির হোসেন।

 

কিন্তু সোনারগাঁ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূঁইয়াও প্রার্থী হয়েছেন। তিনিও বর্তমান সাংসদের সাথে তালে তাল মিলিয়ে রাজনীতি করছেন। পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচনে সর্বদিক থেকে হেভীওয়েট প্রার্থীও তিনি। যার কারণে অনুসারী পরিবারের লোক আঙুলের ইশারায় নির্বাচন থেকে সরিয়ে বর্তমান চেয়ারম্যানের পক্ষে তাদের মাঠে নামাতে পারেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ কায়সার হাসনাত।

 

তবে এরমধ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য একাধিকবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামী নেতা মাহফুজুর রহমান কালাম উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। কিন্তু এবারও পূর্বের ন্যায় কারো সমর্থন ছাড়াই মাঠে একাই দাপিয়ে বেড়াচ্ছেন। তাছাড়া স্থানীয় জনসাধারণের অভিমত তার সাথেই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদদ্বন্দ্বিতা হবে দলীয় অন্যান্য প্রার্থীর। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন