রেডক্রিসেন্ট সোসাইটি নারায়নগঞ্জ ইউনিটের কম্বল বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
রেডক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের চেয়ারম্যান চন্দন শীলের নির্দেশে রেডক্রিসেন্ট ইয়ুথ সোনারগাঁয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত জনসাধারণ ও বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার লাঙ্গগলবন্দে বেদে সম্প্রদায় ও সোনারগাঁয়ের হামছাদীতে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত জনগনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা পরিষদ সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা কার্যনির্বাহী সদস্য আবু নাইম ইকবাল। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট ইয়ুথ সোনারগাঁয়ের টিম লিডার সাবিনা আক্তার বৃষ্টি, নারায়নগঞ্জ জেলা লিডার রোকসানা রুকসি, মিতু আক্তার, মাসুম শান্তা প্রমুখ।


