Logo
Logo
×

রাজনীতি

চাচা-ভাতিজির বিরোধে ‘ঘি’ 

Icon

এম মাহমুদ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

চাচা-ভাতিজির বিরোধে ‘ঘি’ 
Swapno

 

বহু নাটকীয়তার পর মুক্তি পেয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অর্ন্তভুক্ত ১৭টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি। কমিটি প্রকাশিত হওয়ার পরই ওয়ার্ডে নেতৃত্বে আসা নেতাদের নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। কারণ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা তাদের পছন্দের ওয়ার্ড নেতাদের দিয়ে মনগড়াভাবে ১৭টি ওয়ার্ডের কমিটি গঠন করেন।

 

কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় মেয়র আইভী এবং সাংসদ শামীম ওসমানকে পাত্তা না দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করায় সর্বপ্রথম প্রতিবাদ করে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। কিন্তু আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করার সেই বক্তব্যের রেশ ধরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের কৃপায় ওয়ার্ড কমিটিতে ঠাঁই পাওয়া নেতারা যৌথ স্বাক্ষরে সিটি মেয়র আইভীর বক্তব্য প্রত্যাহারের বিবৃতি দিয়েছেন।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন কে অবাঞ্ছিত ঘোষণার সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

 

আমরা মাননীয় মেয়রের মতো দায়িত্বশীল ও উচ্চ মর্যাদাবান পদে অধিষ্টিত ব্যক্তির নিকট থেকে এই ধরনের মন্তব্যে বিস্মিত ও হতবাক এবং আমাদের মতো অসংখ্য তৃনমুল নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের মত তৃনমুল নেতাকর্মীরাই আপনার বিগত পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আপনার বিজয় লাভে সহায়ক শক্তি হিসেবে কাজ করি যার নেতৃত্বে ছিলেন এই অবাঞ্ছিত আনোয়ার হোসেনই।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন কে কেউ নেতা বানিয়ে দেননি বরং উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আর্দশে অনুপ্রাণিত হয়ে সেই ছাত্রলীগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে। বহু ঘাত-প্রতিঘাত, বিভিন্ন ধাপ- উপধাপ অতিক্রম করে নিজের কর্ম তৎপরতার মাধ্যমেই আজকের এই অবস্থানে নিজেকে প্রতিষ্ঠত করেন।

 

বিগত ১৬ই ফেব্রুয়ারী বিকেলে ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অত্র ওয়ার্ডের সভাপতি হিসাবে তার মামা/খালু মনোয়ার হোসেনকে নির্বাচিত না করায় (যিনি একজন অসাংঠনিক বিতর্কিত ব্যক্তি, যার বিরুদ্ধে দলীয় কার্যালয় বিক্রির অভিযোগ রয়েছে, উপরন্ত যার ভাই বিএনপি নেতা ও ছেলে যুবদলের নেতা) মাননীয় মেয়র শুধুমাত্র আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার স্বার্থেই আনোয়ার হোসেন কে অবাঞ্ছিত ঘোষনা করে।

 

আমরা তার এই অযাচিত বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। এবং অবিলম্বে তার এহেন বক্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তার বক্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ জানান ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি কামাল হোসেন।

 

১৩ নং ওয়ার্ডের মো. শামীম খান, ১৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রতিক ঘোষাল পল, ১৬ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ ওমর খালেদ এপন, ১৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, ১৯ নং ওয়ার্ডের সভাপতি মো. জসিম উদ্দিন (জসু) ও সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, ২১ নং ওয়ার্ডের সভাপতি মো. সালাউদ্দিন, ২২ নং ওয়ার্ডের সভাপতি মো. কাজী শহীদ ২৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু, ২৪ নং ওয়ার্ডের সভাপতি বুলবুল আহমেদ, ২৫ নং ওয়ার্ডের সভাপতি মো. ইউসুফ ২৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ২৭ নং ওয়ার্ডের সভাপতি এড. মামুন সিরাজুল মজিদ।

 

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষাণার পর গত ১৬ ফেব্রুয়ারি ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ঐতিহ্যবাহী ১৬ নং ওয়ার্ডে ছোট ভাই এপন আর চঞ্চলকে বানায় দিলো।

 

আমি এপন আর চঞ্চলের কথা বলবো না, কারণ ওরা ছোট ভাই। ওরাও নেতা হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আনোয়ার কাকা প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে কমিটি দিয়েছেন দেওভোগ আওয়ামী লীগরে বুঝানোর জন্য যে, আমি যা চাই তা হইতে পারে।এই কারণে তিনি এই দুইটা নাম ঘোষণা করে সকলকে অসম্মানিত করেছেন। আমাদের যেই পূর্বপুরুষরা দেওভোগকে নেতৃত্ব দিয়েছে সেই পূর্বপুরুষদের তিনি অসম্মানিত করেছেন। উনাকে আমি আজকে এখানে দাঁড়িয়ে দেওভোগের মানুষ হিসেবে অবাঞ্ছিত ঘোষণা করলাম।

 

মূলত, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নব কমিটি নিয়েই নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসনের উপর চরম ভাবে ক্ষুদ্ধ হয়েছেন। কিন্তু সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতির মধ্যকার বিরোধের মধ্যে ঘি প্রয়োগ করলেন ওয়ার্ড নেতারা। কারণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসনের কৃপায় মহানগরের নবাগত ওয়ার্ড কমিটির নেতৃত্বে আসা নেতারা তীব্র নিন্দা ও বক্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ জানান। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন