ফতুল্লার উপ-নির্বাচনে ফাইজুল ইসলামকে সমর্থন করলেন শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৫ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম।
আমিও তাকে মনোনীত করেছি কারণ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভালো মানুষের প্রয়োজন ফাইজুল ইসলাম একজন ভালো মানুষ।পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তি,ও সমাজ সেবক। আমরা এমন ব্যক্তিকেই চাই।
ফতুল্লাবাসীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে একজন ভালো মানুষের প্রয়োজন। তাই সকল দিক বিবেচনা করে ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে ফাইজুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, আপনাদের আমি ভালোবাসি। আমার ভালোবাসার সংসারে কোনো দ্বন্দ্ব করবেন না। কিছু পাওয়ার জন্য কোনো গ্রুপিং করবেন না। যার কপালে যেটা লেখা আছে সেটা সে পাবে। কাজ করেন, মানুষের সেবা করেন।
এ বিষয়ে সংসদ সদস্য শামীম ওসমান জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে করে আরো বলেন, একজন নাগরিকের দায়িত্ব হচ্ছে তার ভোট যোগ্য ব্যক্তিকে দেওয়া কারণ একজন নাগরিকের একটি ভোট অনেক মূল্যবান।
আমি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই নির্বাচনের দিন আপনারা আপনাদের আত্মীয়স্বজন ও এলাকার ভোটারদেরকে বলবেন নির্বিঘ্নে যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটার অধিকার প্রয়োগ করে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এন. হুসেইন রনী / জেসি


