Logo
Logo
×

রাজনীতি

সমালোচনার মুখে মির্জা আজমের ডেরায় আনোয়ার-খোকন

Icon

এম মাহমুদ

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম

সমালোচনার মুখে মির্জা আজমের ডেরায় আনোয়ার-খোকন
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগরের ১৭টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের ক্ষেত্রে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহার ‘একাই একশ কান্ডের রেশ’ কিছুতেই কাটছে না। তবে আনোয়ার-খোকন মহানগরের ১৭টি ওয়ার্ডে কমিটি নিয়ে নিজেদের স্বেচ্ছাচারিতা ডাকতে নানা ভাবে ছলে বলে কৌশলে দায় এড়ানোর পথ খুঁজছিলেন।

 

সেই আলোকেই গতকাল আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সাথে সাক্ষাৎ করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করে আর সেই ছবি মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড নেতাকর্মীদের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়াছড়ি করিয়ে ওয়ার্ড কমিটি নিয়ে রোষানলে পড়া থেকে উদ্ধার হতে কৌশল খাটান মহানগরের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা।

 

মূলত, মহানগরের এই দুই নেতা বুঝাতে চেয়েছেন দলীয় সাংগঠনিক সম্পাদকের সাথে সাক্ষাৎ করে ওয়ার্ড কমিটি নিয়ে চলমান আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে এসেছেন যেটা তাদের সমর্থকদের সামাজিক মাধ্যমে মির্জা আজমের সাথে শুভেচ্ছা সম্বলিত ছবির স্ট্যাটাসের ভাষায় ফুঁটে উঠেছে।

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ১৭টি ওয়ার্ডে কমিটি প্রকাশের পরই তোপের মুখে পড়েন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা। কারণ ওয়ার্ড কমিটি গঠন করতে গিয়ে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহার পকেটের লোক কমিটিতে স্থান দিয়েছেন সেটা নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীই বলেছেন।

 

তাছাড়া আনোয়ার-খোকনের নিজেদের ব্যক্তি পছন্দের লোক দ্বারা কমিটি গঠনে ক্ষোভে ফেটে পড়ে নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী হুশায়ারী দিয়ে আরও বলেন, তারা যদি মতামত নিয়ে কমিটি না করেন তাহলে পাল্টা কমিটি করব। আর এই বক্তব্যের সময়ই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষনা করেন সিটি মেয়র আইভী।

 

এরপরই ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে পদবঞ্চিত নেতা-কর্মীরা মহানগরের কার্যালয়ে এসে তালা লাগিয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

 

পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানও ওয়ার্ড কমিটি নিয়ে মন্তব্য করে বলেন, কে কাকে কমিটিকে রাখা হয়েছে তা আমি জানিওনা, দেখিওনি। কমিটি নিয়ে যদি কোন ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেটি নিয়ে বসে সকলে মিলে মিশে সমাধান করবো। কমিটি গঠন নিয়ে তালা দেয়া ঠিক হয়নি। তাই আমি অনুরোধ করবো, আওয়ামী লীগ অফিসের তালা খুলে দেয়ার জন্য। আওয়ামী লীগ অফিস শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের না।

 

আওয়ামী অফিস হচ্ছে বাংলাদেশের সকল স্বাধীনতা পক্ষের মানুষের অফিস। তবে ১৭টি ওয়ার্ডের কমিটি প্রকাশের পর পুরোপুরি তোপের মুখে পড়ে যান আনোয়ার হোসেন। কারণ তিনি দক্ষিণ বলয়ের নেতাদের উপর ভর করে বর্তমানে রাজনীতিতে প্রভাব প্রতিপত্তি খাটানোর ভরসা করতেন। কিন্তু খোদ দক্ষিণ বলয়ের নেতাদেরই মাইনাস করে আনোয়ার হোসেন স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটি করেন। যার কারণে তার এই কান্ডে ফুঁসে উঠে তাকে অবাঞ্ছিত ঘোষনা করেন দক্ষিণ বলয়ের নেতারা।

 

তবে দক্ষিণ বলয়ের নেতাদের তোপের মুখে থেকেও আনোয়ার হোসেন মেয়র আইভী তাকে অবাঞ্ছিত ঘোষনা করেছিলেন সেই বক্তব্য প্রত্যাহার ও নিন্দা জানিয়ে প্রতিবাদ স্বরূপ আনোয়ার হোসেনের কৃপায় ওয়ার্ড কমিটিতে নেতৃত্বে আসা নেতারা যৌথ স্বাক্ষরে বিবৃতি দেন। কিন্তু তাতেও কোনও রকম স্বস্ততিতে আসতে পারেনি আনোয়ার হোসেন। কিন্তু ১৭টি ওয়ার্ড কমিটি নিয়ে শুধু আনোয়ার হোসেনই নন মহানগরের সাধারণ সম্পাদক খোকন সাহাও বিপাকে রয়েছেন।

 

যার কারণে আনোয়ার-খোকন মহানগর তথা দলের শীর্ষ পর্যায়ের নেতাদের রোষানল থেকে বাঁচতে কৌশল হিসেবে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সাথে নারায়ণগঞ্জ মহানগরের পক্ষে শুভেচ্ছা বিনিময় করে সাক্ষাৎ করেন। তাবে তারা এই সাক্ষাৎকে কৌশল হিসেবে ভিন্ন খাতে প্রভাবিত করতে ওয়ার্ড তথা মহানগরের নেতাদের নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করান। আর প্রচারে তাদের নেতাকর্মীদের ভাষায় উল্লেখিত হয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাথে সাক্ষাৎের মাধ্যমে অবসান হয়ে গিয়েছে ১৭টি ওয়ার্ড কমিটি নিয়ে চলমান আলোচনা সমালোচনা। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন