Logo
Logo
×

রাজনীতি

ভাষাসৈনিক সামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে আজমীর ওসমানের উদ্যোগেদোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম

ভাষাসৈনিক সামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে আজমীর ওসমানের উদ্যোগেদোয়া
Swapno

 

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত এবং বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সদস্য একেএম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ পাঁচ আসনের চার বারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের তনয় আলহাজ্ব আজমীর ওসমানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং মাসদাইর কবরস্থানে গিয়ে সেখানে প্রয়াত সামসুজ্জোহার ও নাসিম ওসমানের কবরে শ্রদ্ধা নিবেদন।

 

মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) দুপুরে কলেজ রোর্ডস্থ তার বাস ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং সকালে থেকে  হামিউল সুন্নি হাফিজুল করিম (রঃ)কমি মাদ্রাসার প্রায় ২শ ছাত্র মিলে কোরআন শরীফ খতম দেন। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পাচ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের স্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং আজমীর ওসমানের আম্মা পারভীন ওসমান।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, আজ আমার শশুর প্রয়াত সামসুজ্জোহার ৩৭ তম মৃত্যু বার্ষিকী আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আসলে আমি এ পরিবারে বউ হয়ে আসি যে রাতে বঙ্গবন্ধুকে তার সহপরিবারে হত্যা করা হয়েছে। আমার শশুর বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ সহচর ছিলো। তার তাদের সকলে আত্তার মাগফিরাত কামনা করছি। আপনারা যারা আসছেন সকলে আমার শশুরের জন্য দোয়া করবেন। তার জন্য নারায়ণগঞ্জ এর ভিবিন্ন স্থানে দোয়া আয়োজন করা হয়েছে তাদের অনেক ধন্যবাদ জানাই। আপনারা আমার ছেলে আজমীর ওসমানের জন্য দোয়া করবেন যাতে আগামীতেও আপনাদের সেবা করতে পারে। 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আমির, বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার, মো. নাসির, মো. ইফতি, মো. সুমন, মো. আরিফ, ভিবিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামাগণ সহ নেতাকর্মীরা। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন