সামসুজ্জোহা`র মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আ.লীগের আলোচনা সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর), বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ.কে.এম সামসুজ্জোহা ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো: শহিদ বাদলের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এড.আসাদুজ্জান আসাদ, সাবেক সহ-সভাপতি আরজু রহমান ভূইয়া, সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী, সাবেক সদস্য শহীদুল্লাহ, সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন, জেলা আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান রবিন, মতিন পাগলা সহ প্রমুখ। এন. হুসেইন রনী / জেসি


