ভাষা শহীদদের প্রতি মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে মিশনপাড়া হোসিয়ারী সমিতির সামনে থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে র্যালী নিয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে শহীদদের স্মরণে এই ফুলের শ্রদ্ধা জানানো হয়েছে।
এ সময় এড. সাখাওয়াত ও টিপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক এড. এইচ.এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ, সাধারন সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিদ্দিন শিশিরসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


