যুবশ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শান্ত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম
জাতীয় যুব শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. রোবায়েত হোসেন শান্ত।
গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় যুব শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১ সদস্য জাতীয় যুব শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। জাতীয় যুব শ্রমিক লীগের কমিটিতে মো. আজিজুল হাকিমকে সভাপতি এবং মো. সালাউদ্দিন সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সেই সাথে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. রোবায়েত হোসেন শান্ত।
নবগঠিত এই কমিটি জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কে. এম. আযম খসরুর স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে গঠনতন্ত্রের ১৫ এর (ঘ) ধারা মোতাবেক অনুমোদন দেওয়া হয়। তাছাড়া একই প্যাডে পূর্বের কমিটি বাতিল বলে ঘোষণা দেওয়া হয়।


