ন্যাপ নেতা শামসুল হকের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম
নারায়ণগঞ্জ জেলা ন্যাপের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পরবর্তীতে আয়কর আইনজীবী সমিতির সভাপতি, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শামসুল হক সাহেবের ১৯ তম মৃত্যুবার্ষীকি আজ।
২০০৫ সালের ২৮ ফেব্রয়ারি মৃত্যুবরণ করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, সমাজ সেবক ও ন্যাপের সাবেক সভাপতি মো. শামসুল হক। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও নারায়ণগঞ্জের ব্যাপক পরিচিত সমাজ সেবক। পেশায় তিনি ছিলেন একজন আয়কর উপদেষ্টা। ১৯৮৪ সালে ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার একান্ত প্রচেষ্টায় লেখাপড়ার জন্য তিনি এনায়েতনগরে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় গড়ে তুলেছিলেন।
এছাড়াও তিনি নির্বাচিত হয়ে তার এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ ইউনিয়নটিকে সাজাতে ব্যাপক কাজ করেছিলেন। এই গুনীর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল হক মাসুদ এর উদ্যোগে মাসদাইর পৌর কবরস্থানে তার সমাধিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
এছাড়াও আজ বাদ আছর পঞ্চবটী বায়তুল একরাম জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। এ দোয়ার অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করতে পরিবার এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এস.এ/জেসি


