জেলা শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা এ.কে.এম শামীম ওসমানের ৬৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ চাষাঢ়া রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আবদুল কাদির এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো: শহিদ বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো.আশরাফ উদ্দিন।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মো.সিরাজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য মো.মজিবুর রহমান, মো.হুমায়ন কবির, মোসলে উদ্দিন জীবন, মো.আলী হোসেন, কে.এস.এম আব্দুল কাদির, মো.আসলাম, আবু রাফিয়ান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো.শাহব উদ্দিন পাঠান, মো.বোরহান উদ্দিন, গাজী মো.লিটন, সোহেল ভান্ডারি, কুতুবপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, আওয়ামী মোটর শ্রমিকলীগের মাহাবুব, মো.শহিদুজ্জামান, ড্রেজার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফরাক, সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি মো.আব্দুল রহমান সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের আহবাযক আবদুল কাদির বলেন, সারা বাংলার ম্লোগানে নেতা, যে শ্লোগান সারা বিশ্বে চলছে, যে শ্লোগান বাংলাদেশ আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাননীয় ওবায়েদুল কাদের এমন কোন জেলা নাই যে সে ওই শ্লোগান দেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর সামনেও সে শ্লোগান দিয়েছে, সেই শ্লোগান নেতা এ.কে.এম শামীম ওসমানের জন্মদিন আজ। আজ আমাদের সেই নেতা ওমরা হজ্ব পালন করছে।
তিনি আরও বলেন শামীম ওসমান আল্লাহ অলা এক বান্দার নাম। শামীম ওসমান রসুল প্রেমিক এক উম্মতের নাম। শামীম ওসমান জাতীর পিতা বঙ্গবন্ধু মুজিবের আদর্শের ধারক বাহক, নিজের জীবনকে বিলিয়ে দিতে যে এক মিনিট দেরি করবে না তার নাম শামীম ওসমান। শামীম ওসমান জননেত্রী শেখ হাসিনার আদরের এক ছোট ভাইয়ের নাম।
শামীম ওসমান শ্রমিক বান্ধব এক নেতার নাম। শামীম ওসমান গণ মানুষের নেতার নাম, নারায়ণগঞ্জ বাসীর আশা আখার এ প্রতীকের নাম। তাই এই দিয়ে আমি আমার নেতা ও তার পরিবারে জন্য দোয়া করি আল্লাহতালা যে আমার নেতা শামীম ওসমানকে দীঘায়ু কামনা করে এবং সুস্থ্য রাখেন। এন. হুসেইন রনী /জেসি


