Logo
Logo
×

রাজনীতি

সমালোচনার মাঝে আলোচনায় মহানগর আ.লীগের সম্মেলন  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৪:৩৩ পিএম

সমালোচনার মাঝে আলোচনায় মহানগর আ.লীগের সম্মেলন  
Swapno


সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ১৭ টি ওয়ার্ড কমিটি ঘোষনার পরে নানা আলোচনা সমালোচনা তৈরী হয়ে দুই শীর্ষ নেতাকে নিয়ে। একই সাথে জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও নাসিক মেয়র আইভী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষনা করেন।

 

 

তবে তার এই মন্তব্যকে কোন কর্ণপাত করেন নাই দায়িত্বে থাকা সভাপতি। কিন্তু কমিটি নিয়ে চলমান সমালোচনার মাঝে এবার মহানগর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা শুরু হয়েছে। রমজানের পরেই মহানগর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের।  

 


এদিকে দীর্ঘ দিন যাবত মহানগর আওয়ামী লীগের কমিটি না হওয়ায় দলীয় নেতা কর্মীরা ঝিমিয়ে পড়েছে। একই সাথে সাংগঠনিক কার্যক্রমে স্থিবিরতা দেখা দিয়েছে। তাই দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য ইতোমধ্যে কেন্দ্র থেকে বার গুরুত্ব দেয়া হচ্ছে।

 

 

আর এজন্য মার্চ মাসে মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতা সভাপতি সেক্রেটারি সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবেন দলীয় হাই কমান্ড। দলীয় সুত্রমতে কেন্দ্রী হাই কমান্ড আলোচনায় মহানগর সম্মেলন সহ থানা, উপজেলা ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে যে সকল সহযোগি সংগঠনের কমিটি নেই সেগুলো করার জন্য নির্দেশনা দেয়া হবে।

 

 

সেই সাথে মহানগর আওয়ামী লীগের সম্মেলন রমজানের পর ঈদ শেষে এপ্রিলের শেষের দিকে সম্মেলন হতে পারে বলে আলোচনা হচ্ছে দলের নেতা কর্মীদের মাঝে। তাছাড়া ২০২২ সনে ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দিনক্ষন নির্ধারন করা হলেও তখন দুযোগের কারনে তা পূর্বের কমিটি বহাল রেকে তা স্থগিত করা হয়। যা এখনো পর্যন্ত হয় নাই।  

 


 অপরদিকে দীর্ঘ ২১ বছর ধরে হচ্ছে না নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন। ফলে তৈরি হচ্ছে না নতুন নেতৃত্ব। এ ছাড়া ২৭টি ওয়ার্ডের ১৭ টি ওয়ার্ডে কমিটি ঘোষনা হলেও তা নিয়ে সমালোচনার শেষ নেই। তার মাঝে এখনো পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার মহানগর ১০ টি ওয়ার্ড কমিটি বাকি রয়েছে।

 

 

এতে করে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নড়বড়ে হয়ে আছে। তবে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে এটা আশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

 


দলীয় সূত্রমতে, মহানগর আওয়ামী লীগে ২০ বছরের বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন আনোয়ার হোসেন আর ২৭ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এডভোকেট খোকন সাহা। সর্বশেষ সম্মেলন ছাড়াই ২০১৩ সালের ১১ই সেপ্টেম্বর আনোয়ার হোসেনকে সভাপতি ও এডভোকেট খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করে দেয়া হয়।

 

 

এর দুই বছর পর ২০১৫ সালের ১০ই ডিসেম্বর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু  দীর্ঘ এই সময়েও তারা মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডের সবগুলোতে কমিটি গঠন করতে পারেননি। মূলত নিজেদের মধ্যে কোন্দল ও বিভেদের কারণেই দীর্ঘ ১০ বছর ধরে ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন।

 

 

তবে এ বছর আগে ১৭ টি ওয়ার্ডের সম্মেলন করে। যা কিছু দিন আগে কমিটি ঘোষনা হলেও তা নিয়ে চলছে সমালোচনা। সেই চলমান সমালোচনার মাঝেই এবার মহানগর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা শুরু হয়েছে।  

 


তৃণমূল নেতাকর্মীরা জানান, ২০১৭ সালের মে মাসজুড়ে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হলেও কার্যত তা বাস্তবায়ন হয়নি। আর গত বছরের ২৫শে অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দিনও স্থান ধার্য করা হয়েছিল। সম্মেলন সফল করতে মহানগরের বেশ কয়েকটি ওয়ার্ডে কর্মী সম্মেলনও করা হয়েছিল।

 

 

ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়। উজ্জীবিত হয়ে ওঠে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নেতৃত্বের পরিবর্তনের হাওয়ায় গা ভাসিয়েছেন মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র নেতৃবৃন্দ। কিন্তু ২০২২ সনের ২৩শে অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা করেন।

 

 

তিনি সেদিন বলেছিলেন, আবহাওয়া অধিদপ্তরের মতে ২৫শে অক্টোবর ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হবে। সে কারণে ওই সম্মেলন বাতিল ঘোষণা করা হয়েছে।

 


যদিও ২৫শে অক্টোবর ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হবে এমন অজুহাত দেখিয়ে মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা হয়েছিল। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের দাবি, সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার আভ্যন্তরীণ কোন্দল এবং মহানগর আওয়ামী লীগের অধীনে থাকা ২৭টি ওয়ার্ড কমিটি গঠন করতে না পারার কারণেই সম্মেলন হয়নি।

 

 

যদিও বর্তমানে সভাপতি সেক্রেটারি এখন নিজেদের কোন্দল কাটিয়ে ঐক্যমত হয়ে একসাথে দলীয় কার্যক্রম করছে। তাই দলের মাঝে বলাবলি হচ্ছে তারা দুই শীর্ষ পদ ধরে রাখার জন্য এখন নিজেরা এক হয়ে গেছেন। তাছাড়া এখন আর উত্তর দক্ষিন মেরুর ভাই বোন এক হয়ে গেছেন। তারাই কি আবার কমিটিতে আসতে যাচ্ছে এনিয়েও চলছে এখন থেকে আলোচনা।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন