Logo
Logo
×

রাজনীতি

এবারও ঠাঁই হলো না শামীম ওসমানের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৮:৩৩ পিএম

এবারও ঠাঁই হলো না শামীম ওসমানের
Swapno

 

গত মাসের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মত নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহন করে আওয়ামী লীগ। কিন্তু এবার ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ সকল সংসদ সদস্যদের শপথ পাঠ, মন্ত্রী পরিষদ গঠন তড়িগড়ি ভাবে করেন। ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী সহ ২৫ মন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রী শপথ গ্রহন করেন। পরবর্তীতে মন্ত্রী পরিষদ সম্প্রসারণ করে ১ মার্চ ৭ প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

 

এদিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে ২০১৮ সনের নির্বাচনের পর প্রথমবারের মত মন্ত্রী পায় এই জেলায়। তাও আবার শহরের কোন এমপি নন। নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে মন্ত্রী পরিষদে নারায়ণগঞ্জ থেকে কাউকে মন্ত্রীত্ব দেয়া হয় নাই। তবে একেবারে নিরাশও করেন নাই। সংসদে নারায়ণগঞ্জ থেকে হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু। তবে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় রয়েছেন। সেই সাথে প্রতিমন্ত্রীর সকল সুযোগ সুবিধা তিনি ভোগ করবেন।  

 

অপরদিকে নারায়ণগঞ্জ থেকে এবারও মন্ত্রী পরিষদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নাম দাবী জানিয়েছে তার অনুসারীরা। যদিও তিনি বিভিন্ন সভা সমাবেশে বলে বেড়ান তাকে মন্ত্রী হওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু তিনি মন্ত্রীত্ব নেন নাই। তবে দলের একটি অংশে গুঞ্জন উঠেছে তিনি মন্ত্রীত্ব পাওয়ার জন্য এবার দলীয় হাই কমান্ডে দৌড়ঝাঁপ করছেন। কিন্তু নারায়ণগঞ্জ থেকে এমপি শামীম ওসমানকে মন্ত্রীত্ব দেয়ার জন্য গত নির্বাচন থেকে জোরালো ভাবে দাবী উঠলেও বার বার তার অনুসারীরা হতাশ হন। এছাড়া দলের হাই কমান্ড তাদের এই দাবী তেমন ভাবে দেখছে না।

 

গতকাল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদের সরকারে নতুন যুক্ত হওয়া সাতজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। নিয়ম অনুযায়ী প্রথমে তারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন, পরে গোপনীয়তার শপথ নেন।

 

কিন্তু সাংসদ শামীম ওসমান অনুসারীরা আশায় ছিলেন প্রতিমন্ত্রীত্বে হয়তো তিনি স্থান পাবেন। কিন্তু সেখানেও তার স্থান না পাওয়ায় হতাশ রয়ে গেলেন তার কর্মী সমর্থকরা। কেননা শপথ নেয়া নতুন ৭ জন প্রতিমন্ত্রীত্বে তার নাম নেই। কেননা রাজনীতিতে মন্ত্রীত্ব পেলে এরপরে আর তেমন কিছু পাওয়ার আশা থাকে না। সর্বোচ্চ পাওয়া হচ্ছে মন্ত্রীত্ব।

 

জানা যায়, সাত প্রতিমন্ত্রী হলেন শামসুন নাহার চাঁপা, ওয়াসিকা আয়শা খান, ডা. রোকেয়া সুলতানা ও নাহিদ ইজাহার খান, নজরুল ইসলাম চৌধুরী, মো. শহীদুজ্জামান সরকার ও মো. আব্দুল ওয়াদুদ। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন