Logo
Logo
×

রাজনীতি

মেয়র-এমপি ইমোশনাল ব্লাকমেইল করার চেষ্টা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম

মেয়র-এমপি ইমোশনাল ব্লাকমেইল করার চেষ্টা
Swapno

 

# নগরবাসীর অধিকারকে বাদ দিয়ে কিছু অবৈধ হকারের অধিকারের আবদার
নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখার জন্য সারা শহরে যে প্রশাসনিক তৎপরতা চলছে এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ। কারন গত ৩ ফ্রেব্রুয়ারী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গোলটেবিল বৈঠকেই স্বিদ্ধান্ত হয়েছে যে নারায়ণগঞ্জ শহর একটি ছোট্ট শহর হলেও এখানে বহু মানুষের বসবাস, তাই এই শহরের সব রাস্তা আর ফুটপাত থাকবে হকারমুক্ত।

 

 

ওই দিন এই স্বিদ্ধান্ত নিয়েছেন এই শহরের তিনজন প্রভাবশালী জনপ্রতিনিধি এবং প্রশাসনের দুই সর্বোচ্চ কর্মকর্তা। যেই কথা সেই মোতাবেক কাজ চলছে। প্রশাসন তাদের দায়িত্ব যথাযথ ভাবেই পালন করছেন। কিন্তু এরই মাঝে নারায়ণগঞ্জ শহরবাসী লক্ষ্য করছেন এই শহরের দক্ষিনের এক কাউন্সিলর অতি উৎসাহী হয়ে মাঠে নেমেছেন।

 

 

তিনি অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলদার হকারদের নিয়ে সেলিম ওসমান এমপি এবং মেয়র আইভীকে ইমোশনাল ব্লাকমেইল করার কথা বলে হকারদের মাথায় তুলছেন। এই কাউন্সিলর সিটি করপোরেশন থেকে সার্ভেয়ার এনে নারায়ণগঞ্জ শহরের সড়কগুলি মাপঝোক করছেন এদেরকে বসতে দেয়ার জন্য। তাই নগরবাসী নতুন করে চিন্তিত হয়ে পরেছে।

 

 

এই কাউন্সিলর মেয়র আইভী এবং সেলিম ওসমান এমপিকে বিভ্রান্ত করছেন বলে জোরালো অভিযোগ উঠতে শুরু করেছে। এখানে বহিরাগত হকারদের অধিকারের কথা বলা হচ্ছে। কিন্তু এই শহরের জনগনের অধিকারের বিষয়টি দেখা হচ্ছে না। যেনো জনগনের কোনো অধিকার নেই।

 

 

তাই স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে মেয়র আইভী এবং সেলিম ওসমান এমপি জনগনের অধিকারতে সমুন্নত রাখবেন বলেই নগরবাসী বিশ্বাস করেন। এ বিষয়ে তারা প্রশাসনকে সহযোগীতা করলেই যথেষ্ঠ বলে মনে করা হচ্ছে। নগরবাসী মনে করেন এই শহরের প্রভাবশালী কেউ যদি হকারদের প্রশ্রয় না দেয় আর প্রশাসন যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে এই শহরে কোনো রকম যানজট থাকবে না।

 


প্রসঙ্গত এই শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে গত ৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ শহরের সকল রাস্তা এবং ফুটপাত থেকে হকার উচ্ছেদের স্বিদ্ধান্ত গ্রহন করা হয়। স্বিদ্ধান্ত মোতাবেক পরের দিনই এই শহরের সব কয়টি রাস্তা হকারমুক্ত করা হয় এবং যানবাহনগুলি নিয়ন্ত্রন করা হয়।

 

 

গোল টেবিল বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, নারায়ণগঞ্জ-৪ এবং ৫ আসনের এমপিদ্বয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন। রাস্তা ও ফুটপাতগুলি দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়। কিন্তু তারপর থেকেই হকারদের কাছ থেকে যারা টাকাপয়সা খান ওই মহলটি তৎপর হয়ে উঠে। তারা নানা রকম মামার বাড়ির আবদার করতে থাকে।

 

 

তারপর নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মেয়র আইভী, সেলিম ওসমান এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই বৈঠকেও শহরের সকল রাস্তা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখার স্বিদ্ধান্তে অনঢ় থাকা হয়।

 

 

তবে শহরের বিকল্প কোথাও নারায়ণগঞ্জ শহরের স্থানীয় হকারদের বসানো যায় কিনা এটা নিয়ে আলোচনা হয়। কোনো মতেই সড়ক আর ফুটপাতে হকার নয় বলে বৈঠক পরবর্তী উপস্থিত সাংবাদিকদেও জানান মেয়র আইভী ও সেলিম ওসমান এমপি।

 



এদিকে প্রেসক্লাবের গোলটেবিল বৈঠকের পর থেকে শহর আর আগের মতো করে হকার বসতে দেয়া হচ্ছে না। যার ফলে অনেকটাই যানজট মুক্ত রয়েছে শহর। নারায়ণগঞ্জের সাধারন মানুষও চায় এই অবস্থা বজায় থাকুক। মানুষ যেকোনো মূল্যে একটি স্থায়ী যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী পেতে চান। প্রশাসন সড়ক ও ফুটপাতগুলি হকারমুক্ত এবং অন্নান্য যানবাহন শৃংখলায় রাখবেন বলে নগরবাসী আশা করছেন।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন