Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লার ৯নং ওয়ার্ডে ফাইজুল ইসলামের উঠান বৈঠক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১:২৪ এএম

ফতুল্লার ৯নং ওয়ার্ডে ফাইজুল ইসলামের উঠান বৈঠক
Swapno


ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলামের  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রবিবার ( ৩মার্চ) বিকেলে ফতুল্লার ৯নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড পশ্চিম  তল্লা, আজমিরী বাগ,সুপারিবাগ,সবুজবাগ,এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  

 

 

মেহেদী হাসান বাবু মেম্বারের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন ওয়ালী মাহমুদ, রফিকুল ইসলাম, নাছির, মিছির আলী, মুকুল আহম্মেদ, জানে আলম বিপ্লব, রেহান শরিফ, জামান, সহ এলাকার মুরব্বিগন। এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, আমি জানি ফতুল্লার ৯নং ওয়ার্ডে সমস্যা হলো,ড্রেনেজ ব্যবস্থার খাবার পানির।

 

 

আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে আমি আপনাদের পানি নিস্কাসনের ব্যাবস্থা এবং খাবার পানির ব্যবস্থা করবো। আল্লাহ পাক যদি আমাকে দয়া করে চেয়ারম্যান হওয়ার সুযোগ দেন, তাহলে আমার নেতা এ,কে,এম শামীম ওসমানকে দিয়ে আপনাদের সমস্যার সমাধান করবো।

 

 

ফতুল্লা  ইউনিয়নকে একটি ইস্মাট ইউনিয়ন পরিষদ করবো।এবং আশা করবো ফতুল্লা ইউনিয়নে কোন সমস্যা থাকবে না। তাই আগামী ৯মার্চ আমাকে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আপনাদের  সবার সেবা করার সুযোগ করে দিবেন।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন