Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লার উপনির্বাচনে আরো এক প্রার্থীর সরে দাড়ানোর গুঞ্জন

Icon

সাইমুন ইসলাম

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১:২৫ এএম

ফতুল্লার উপনির্বাচনে আরো এক প্রার্থীর সরে দাড়ানোর গুঞ্জন
Swapno


৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। এ নির্বাচনে লড়াইয়ে রয়েছে চার প্রার্থী। প্রার্থীরা হলেন, অটোরিক্সা প্রতীকে ফাইজুল ইসলাম, মোটর সাইকেল প্রতীকে পরেশ চন্দ্র, আনারস প্রতীকে সাইফুল ইসলাম রুবেল ও চশমা প্রতীকে আমজাদ।

 

 

তবে সমগ্র ফতুল্লা ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকা পরিদর্শনে গিয়ে শুধু মাত্র ফাইজুল ইসলাম এর ব্যানার ফেস্টুন ও পোস্টার ছাড়া আর কোনো প্রতীকের প্রচারণা চোখে পড়েনি। অর্থাৎ এ নির্বাচন যে আমেজহীন হতে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত। স্থানীয়দের সাথে কথা বললে তাদের ভাষ্যমতে, তারা ফাইজুল ছাড়া আর কোনো প্রার্থীকে চেনা তো দূরের কথা তাদের নাম ও জানেন না তারা।

 


অন্যদিকে প্রাপ্ত তথ্য মতে, ফাইজুল ইসলাম ব্যাক্তি হিসেবেও ক্লিন ইমেজধারী। নির্বাচনের মাঠে তার সাথে প্রতিদ¦ন্ধীতা করার মতো হেভীওয়েট প্রার্থী দ্বিতীয়  কেউ নেই। জনপ্রিয়তায় এবং প্রচারনায় তার ধারে কাছে কেউ নেই। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পরেশ চন্দ্র তার এলাকাতেই অনেকটা অচেনা। প্রচারণায়ও অনেক পিছিয়ে তিনি। তার নিজের এলাকার এলিট থেকে নিম্ন সকল স্তরের মানুষ সমর্থন দিচ্ছেন ফাইজুলকে। তাহলে অন্যন্য এলাকায় তার অবস্থা কেমন তা সহজেই অনুমেয়।

 


আনারস প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম রুবেলের অবস্থা আরো নিম্নমুখী। পরেশ তো তবুও কিছু পোষ্টার ছাপিয়েছে ও মাইকিং করে প্রচারনা চালাচ্ছেন। কিন্তু এ প্রার্থীকে প্রচারনায় দেখা যাচ্ছেনা। ভোট চাইতে দেখা যাচ্ছে না। কেউ কেউ বলছে হয়তো তিনি ভোটের মাঠে রয়েছেন তবে তিনি শেষ পর্যন্ত নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিবেন।

 

 

তবে আরেক প্রার্থী আমজাদ চশমা প্রতীক নিয়ে রয়েছেন সকলের আড়ালে। তার নির্বাচনী প্রতীক চশমা মার্কার পোষ্টার দেখা তো দুরের কথা প্রার্থীকেই চশমা দিয়ে খুজলেও পাওয়া যাচ্ছেনা। অন্যদিকে ফাইজুল ইসলাম ইসলাম প্রতিদিন ওয়ার্ড ভিত্তিক গনসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন।

 


তার সাথে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হেভীওয়েট প্রার্থীরা। এতে স্পষ্ট যে নির্বাচন হতে যাচ্ছে একেবারে একপেশে যেখানে নিশ্চিত জয়ের পথে ফাইজুল ইসলাম। তবে শেষ পর্যন্ত কে পড়তে যাচ্ছে জয়ের মালা তা দেখতে ৯ মার্চ শেষ প্রহর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন