ফাইজুল ইসলামকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন আজমত আলী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৪:২০ পিএম
আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে অটোরিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম। এ উপনির্বাচনে ফাইজুল ইসলামের পক্ষে প্রচারণার অংশ হিসেবে কুতুবাইল ব্যাংকের মোড় এলাকায় উঠান বৈঠকের আয়োজন করেন ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ নেতা আজমত আলী।
এ সময় সভাপতির বক্তব্যে আজমত আলী ফাইজুলের পক্ষে এলাকাবাসীর কাছে অটোরিকশা প্রতীকে ভোট চান। তিনি সবাইকে ৯ই মার্চ ভোট কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহব্বান জানান। এবং ফাইজুল ইসলাম এর সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম রাজনৈতিক দুঃসময়ের ইতিহাস স্মৃতিচারণ করে অন্যতম যুবলীগ নেতা আজমত আলী এবং তার ভাই গিয়াস উদ্দিন এর অবদান তুলে ধরেন। তিনি বলেন ১৪ মাস কেউ দেশে থাকতে পারেনি। আমরা যারা দেশে ছিলাম তাদের কোন থাকার জায়গা ছিল না। তখন আজমত এবং তার ভাই গিয়াসউদ্দিন আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করেছিল।
আমরা সেখানে নিশ্চিন্তভাবে থেকেছি। যখন শামীম ওসমান বলেছিলেন ঢাকায় অবস্থান নিতে হবে তখন আজমত এবং তার ভাই গিয়াস উদ্দিন বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে ঢাকার রাজপথ দখল নেন। এ অবদান অনস্বীকার্য। এ সময় চেয়ারম্যান প্রার্থী ফাইজুল ইসলাম আজমত আলীর ভূমিকার প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন। এন. হুসেইন রনী /জেসি


