সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়ার উঠান ব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৯:৪৭ পিএম
আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিকেলে সোনারগাঁ পৌরসভা মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া উঠান বৈঠকে আগত জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের বিগত দিনের মত সেবা করতে চাই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের ভালোবাসার মান রক্ষা করব। সর্বদা আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখের সাথী হতে চাই।
এ সময় উঠান বৈঠকে পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ শাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ ক্রিয়া বিষয়ক সম্পাদক তুহিন আহামেদ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তুষার আহমেদ, সোনারগাঁ পৌরসভার ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় শিকদার সহ স্থানীয় আওয়ামীলীগ নেতা সহ পৌরসভার নেতৃবৃন্দ।


