কারা নির্যাতিত ১৪০ জনকে মহানগর বিএনপির সংবর্ধনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১০:৪৪ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ হামলা- মামলা, গ্রেপ্তার ও কারা নির্যাতিত মহানগর বিএনপির অঙ্গসংগঠনের ১৪০ জন নেতাকর্মীদেরকে সংবর্ধনা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মাগফেরাত, চেয়ারপার্সন গৃহবন্দী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির চলমান আন্দোলনে মৃত্যুবরণকৃত আত্মার মাগফেরাত ও কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তি চেয়ে দোয়া পরিচালনা করেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ কারা নির্যাতিত দেড় শতাধিক নেতাকর্মীদের ফুলের তোড়া ও মালা দিয়ে সংবর্ধনা দেন মহানগর বিএনপি'র নেতৃবৃন্দ। আর দলের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারা নির্যাতিত হয়ে সংবর্ধনা পেয়ে উৎসাহিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী নুরু উদ্দিন, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, রাশিদা জামাল, বন্দর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন ওর রশীদ লিটন,বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন,মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াক, আলমগীর হোসেন চঞ্চল, মহিউদ্দিন শিশির, শাহিন মিয়াসহ প্রমুখ। এন. হুসেইন রনী /জেসি


