বিলাস নগরে চেয়ারম্যান প্রার্থী ফাইজুলের নির্বাচনী উঠান বৈঠক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৮:৫২ পিএম
ফতুল্লা ইডনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে ফতুল্লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ফকির গামের্ন্টস এর রোডে বিলাস নগরে রুবেল খানের রিকশার গ্যারেজে অটো রিকশা মার্কার প্রার্থী আরহাজ্ব ফাইজুল ইসলামের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (৬ মার্চ ) দুপুর সাড়ে ১২টায় ৭নং ওয়ার্ডের বিলাসনগর এলাকায় উদীয়মান সমাজসেবক মো.রুবেল খানের সভাপতিত্বে তার নিজস্ব অটোরিক্সা গ্যারেজে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ও ফতুল্লা ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো.ফাইজুল ইসলাম বলেন, এলাকার সাধারন মানুষ চায় চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতা।
আর সেটা হলো জন্মনিবন্ধন,বয়স্কভাতা,বিধবাভাতা,একটি সার্টিফিকেট। যদি আপনারা শনিবারের নির্বাচনে আমাকে জয়লাভ করান তাহলে আপনাদের পাশে আমি সার্বক্ষনিক থাকবো। অনুষ্ঠানের সভাপতি রুবেল খানের প্রসঙ্গে ফাইজুল ইসলাম বলেন,শুনেছি যে রুবেল নাকি এলাকার অসহায় মানুষের কাছে নিবেদিত প্রান হিসেবে পরিচিত।
ঈদের মধ্যে ৫/৬ গরু জবাই করে স্থানীয় হতদরিদ্রদের মাঝে বিতরন করে থাকে। আল্লাহ ওকে সবসময় ভাল ও সুস্থ রাখুক যেন সাধারন মানুষের কল্যানে নিজেকে ধওে রাখতে পারে। তবে আমি রুবেলের মত ভবিষ্যতে আপনাদের মাঝে গরুর মাংস বিতরন করবো।
৯ তারিখে যারা ভোটার রয়েছে তারা সকলে ভোট দিতে যাবেন এবং যারা ভোটার নন তারাও ভোট কেন্দ্রে গিয়ে পরিদর্শন করে আসবেন। মো.ফাইজুল ইসলাম আরো বলেন, কাউকে সহযোগিতা করে সেটা প্রচার করার প্রয়োজন হয়না। কারন দান করা কিংবা সহযোগিতা করাটা সৌভাগ্যের বিষয় তবে সেটা কাউকে না জানিয়ে করাটা অনেকটা সওয়াবের কাজ।
তিনি বলেন, বিগত করোনার সময়ে আমি নিজের অর্থেও মাধ্যমে অটো চালকদেরকে নগদ টাকা,লুঙ্গিসহ বিভিন্ন অনুদান দিয়েছি। পাশাপাশি আমাদেওর সাংসদ শামীম ওসমানের দেয়া উপহার সামগ্রীও কিন্তু আমি অনেক দুস্থেও মাঝে বিতরণ করেছি।
উঠোন বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কাজী ফজলুল কাদের জীবন, মো.সহিদুল ইসলাম, মো. জীবন. মো. হৃদয়, মো. মঞ্জু, আপন, সাজু ও শামীম ও রুবেল এর বন্ধু মহলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এন. হুসেইন রনী /জেসি


