Logo
Logo
×

রাজনীতি

নেতারা যদি কর্মীদের ভুলে যান তাহলে অবশ্যই অপদস্ত হতে হবে

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৪:০৫ পিএম

নেতারা যদি কর্মীদের ভুলে যান তাহলে অবশ্যই অপদস্ত হতে হবে
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত বলেন, আমরা বলতে চাই যারা সিনিয়র নেতা আছেন যাদের ডেলিগেশন আছে। যারা রাজপথে সংগ্রাম করেছে, নির্যাতন ভোগ করেছেন, জেল খেটেছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কথা বলতে গিয়ে, বঙ্গবন্ধুর স্লোগান ধরতে গিয়ে মামলা খেয়েছেন তাদের মূলায়ন করতে হবে।

 

 

তা না হলে আওয়ামীলীগ শক্তিশালী হবে না। আওয়ামীলীগ সংগঠিত হবে না, আওয়ামীলীগ সংগঠিত না হয়ে আপনারা রাজপথে জামাত-বিএনপি যারা আছে তাদের সাথে মোকাবেলা করতে পারবেন না। তারা আমাদের যে কোন সময় আঘাত করতে পারে। ভুলে যাবেন না ১৯৭৫ এ হয়েছিলো, ২০০১ সালে আমরা ক্ষতবিক্ষত হয়েছিলাম, বড় বড় মামলা নিয়ে এদিক সেদিক ঘুরে ফিরেছি।

 

 

আমাদের অনেক কর্মীরা জেল খেটেছে। তার বিনিময়ে তারা আজ কিছুই চায়না, তারা শুধু চায় আপনাদের একটু মূল্যায়ন। তারা শুধু চায় নেতারা পিছে হাত দিয়ে বলবে তোমরা ভালো আছো কিনা, তোমরা ভালো থেকো, এতটুকু কথায় চায় কর্মীরা। কিন্তু আজ কর্মীদের সাথে কি ভাবে ব্যবহার করতে হয় সেটা নেতারা ভুলে গেছে।

 

 

যেই কর্মীদের হাড়ে পারা দিয়ে নেতা হয়েছেন, সেই কর্মীদের যদি আজকে আপনারা ভুলে যান তাহলে আপনাকে অবশ্যই অপদস্ত হতে হবে। তাই জেলা আওয়ামীলীগের মিটিংয়ে আজকে বলতে চাই, আপনারা সভাপতি-সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধে ব্যক্তিত্ব। আগামী দিনে শেখ হাসিনা আপনাদের কোথায় থেকে কোথায় রাখবেন এটা মাননীয় নেত্রী জানেন।

 

 

তবে আমরা চাই এই নারায়ণগঞ্জে আগামী দিনে পাঁচ আসনে আওয়ামীলীগের নৌকা মার্কা প্রার্থী আসুক, যেই আসুক, এই আসনে যাকেই নমিনেশন দেওয়া হোক সেটা আমরা মেনে নেবো।

 

 

গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সকাল ১০টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  জি.এম আরাফাত এ কথা বলেন।

 

 

তিনি আরও বলেন, আজকে সরকার ক্ষতায় আমাদের অনেক আওয়ামীলীগের নেতাকর্মী কথা বলতে পারে না। কিন্তু এখানে আমাদের নেতাকর্মীদের জন্য কিছুই করা যাচ্ছে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হয়ে আমরা যারা কাজ করছি, আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য, উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা জন্য, আমরা এক সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবো।

 

 

ঐতিহাসিক ৭ই মার্চে রেসকোস ময়দানে বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলে ছিলেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। সেই বক্তৃতার কারণে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। সে দিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, নয় মাস যুদ্ধের মাধ্যমে আমরা একটি লাল-সবুজের পতাকা পেয়েছিলাম।

 

 

বঙ্গবন্ধু’র নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জন্য জীবন যৌবন কারাগারে কাটিয়েছেন। তাই আজ থেকে শত বছর পরও এই বাংলাদেশ যত দিন বেঁচে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও তত দিন মানুষের মনের ভেতর থাকবে।

 

 

আজকে তার কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী হয়েছেন। এদেশের মানুষ বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশকে একটি উন্নতরাষ্ট্র প্রধান্ন করার লক্ষে তাকে চারবার এদেশের প্রধানমন্ত্রী করেছেন। তাই আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কাজ করবো।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন