সস্তাপুরে অটোরিক্সা প্রতিকে ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৪:০৬ পিএম
ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে ফতুল্লার ৫নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭মার্চ) বাদ মাগরিব ফতুল্লার ৫নং ওয়ার্ডে দক্ষিণ সস্তাপুরে সর্বস্তরেন জনগনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মেহেবুবুল হক তালুকদার টগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল। বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু।
জেলা আওয়ামিলীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, ফতুল্লা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মিছির আলী, সাবেক ছাত্র লীগের সভাপতি এহসানউল হক নিপু, জাকিরুল আলম হেলাল,রফিকুল ইসলাম সহ এলাকার মুরব্বিগন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন,ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে এবার যে প্রার্থী ঘোষণা করেছেন সে হচ্ছে শামীম ওসমানের প্রার্থী ফাইজুল ইসলাম।
এ উপ নির্বাচনে অনেক হেভিওয়েট প্রার্থী ছিলো তার মধ্যে ফাইজুল ইসলামকে আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছি। ফাইজুল ইসলাম সাদা মনের মানুষ। সে একজন সমাজ সেবক করুনা মহামারিতে মানুষকে অনেক সহায়তা করেছে।
রোজায়,ঈদে ও সহায়তা করে। যার কাছে এমনেতেই পাওয়া যায় সে নির্বাচিত হলে চাওয়া লাগবে না। তাই সকলের কাছে আমার আবেদন সকলে ৯তারিখে অটোরিক্সা মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করবেন। এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান, সবাই আমাকে চেনেন ও জানেন।
এ কে এম শামীম ওসমান আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে আপনাদের সেবা করার জন্য। আমার মার্কা হচ্ছে অটোরিক্সা। তাই বলবো আমি যদি আপনাদের ভোটো নির্বাচিত হতে পারির আপনাদের সমস্যা সমাধান করবো। আগামী ৯ মার্চ আমাকে সকলে অটোরিক্সা মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করবেন। এন. হুসেইন রনী /জেসি


