Logo
Logo
×

রাজনীতি

রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার : সাদেক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৮:৪৩ পিএম

রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার : সাদেক
Swapno

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে জেলা যুবদল।  শনিবার ( ৯ মার্চ ) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লায় বিভিন্ন স্থানে  লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।   এ সময়ে সাধারণ পথচারী, মার্কেটের দোকানদার, রিক্সা চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

 

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, সরকার একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে আবারও ক্ষমতায় এসেছে। কিন্তু এ সরকারকে দেশের জনগণসহ গণতন্ত্রকামী বিশ্ব নাকচ করেছে। তাদের অবাধ লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে বিরোধীশূণ্য করতে বিরোধী নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে। আজকে দেশের বাজার গুলোতে দ্রব্যমূল্যর দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এদিকে সামনে পবিত্র রমজানে মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে। রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে সবাইকে রাজপথে নামতে হবে। বর্তমানে আমরা আন্দোলনে রয়েছি। জনতার আন্দোলন কখনও বিফলে যায় না।

 

এসময় জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসমাইল খান, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া,

 

তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা যুবদল নেতা আনিসুর রহমান,ইকবাল হোসেন, সাগর সিদ্দিকী,আব্দুর রহমান পিয়াল,রেজাউল খন্দকার, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম সুজন, সিজান আহম্মেদ রুবেল, আবুল খায়ের, মো. রাসেল, জেকি, কামাল হোসেন, মো. ওয়াসিম, আলি হোসেনসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দরা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন