Logo
Logo
×

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য কিনতে না পারলে জনগণ আপনাদের গিলে খাবে : সজল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১০:৩৫ পিএম

রমজানে দ্রব্যমূল্য কিনতে না পারলে জনগণ আপনাদের গিলে খাবে : সজল
Swapno

 

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে মহানগর যুবদল। শনিবার ( ৯ মার্চ ) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন মহানগর যুবদলের নেতাকর্মীরা। এ সময়ে সাধারণ পথচারী, মার্কেটের দোকানদার, রিক্সা চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

 

সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, গত ৭ তারিখে সরকার একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে আবারও ক্ষমতা দখল করেছে।  কিন্তু এ সরকারকে দেশের জনগণসহ গণতন্ত্রকামী বিশ্ব নাকচ করেছে। তাদের ও লোকেরা ও তাদের ভোট দেয় নাই ৬% বা ৭% তাদের ভোটের হার। কিন্তু সেখানে তারা তাদের ৪০% ভোট দেখিয়েছে। তারা তখনই বুঝে ফেলেছে এই দেশের জনগণ আর তাদের চায় না। বর্তমানে আপনারা যেভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ এখন না খেয়ে থাকে।

 

তাদের অবাধ লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে। তা ছাড়া সামনে রমজান তখন যদি দ্রব্যমল্যে মানুষ কিনে খেতে না পারে তারা আপনাদের গিলে খাবে। দেশের জনগণ আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে আপনাদের বিলীন করে দিবে। তিনি আরো বলেন, সামনের সকল আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রস্তুত।  

 

এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের বিভিন্ন ইউনিট পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন