Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লা ইউপির উপ-নির্বাচনে কোন এলাকায় কত ভোট পেলেন ফাইজুল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৮:৫৫ পিএম

ফতুল্লা ইউপির উপ-নির্বাচনে কোন এলাকায় কত ভোট পেলেন ফাইজুল
Swapno


ফতুল্লা ইউপির  উপ নির্বাচন শেষ হলেও রেশ কাটেনি এখনো। আমেজহীন এ নির্বাচনের মূল চ্যালেঞ্জ ছিলো ভোটার উপস্থিতি। কত শতাংশ ভোট কাস্ট হবে সেদিকে লক্ষ ছিলো সবার। এদিক থেকে বিবেচনা করলে প্রত্যাশামতো ফলাফল হয়নি।

 

 

কারন মাত্র ১৮.১৯ শতাংশ ভোট পড়েছে এ নির্বাচনে। নির্বাচন পরবর্তী আলোচনায় নির্বাচিত চেয়ারম্যান নিজেও বলেছিলেন তিনি আরেকটু বেশি ভোটার উপস্থিতি আশা করেছিলেন।

 


ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়  সর্বনিম্ন ভোট কাস্ট হওয়া কেন্দ্র হলো কমর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ,কেন্দ্র-০৪। এই কেন্দ্রে মোট ভোটার ২৮৪০ জন। কিন্তু মাত্র ৪২ জন ভোটার ভোট দিতে এসেছে। শতাংশের হিসেবে যা মাত্র ১.৪৮ শতাংশ। তথ্যমতে এই কেন্দ্রে এককভাবে দায়িত্বে ছিলেন ফতুল্লা থানা আ’লীগের কার্যকরি সদস্য মুজিবুর রহমান।

 


অন্যদিকে এ নির্বাচনে সর্বোচ্চ ৬৩.২৮ ও দ্বিতীয় সর্বোচ্চ ৬২.৬৯ শতাংশ ভোট পড়েছে আলহাজ্ব আঃ মান্নান ফায়েজে আম নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং কেন্দ্র ০১ ও কেন্দ্র ০২ এ। এই মাদ্রাসার কেন্দ্র ০১ এ মোট ভোটার ২১৪৬ জন। ভোট পড়েছে ১৩৫৮ টি ও কেন্দ্র ০২ এ মোট ভোটার ২১৭১ জন। ভোট পড়েছে ১৩৬১ টি।

 


তথ্যমতে ,এই কেন্দ্রগুলোতে সম্মিলিতভাবে দায়িত্বে ছিলেন ফতুল্লা থানা যুবলীগ নেতা হাজী আজমত আলী ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার বাছেদ প্রধান।

 


আরোও বিস্তারিতভাবে পর্যালোচনা করলে দেখা যায় ৫ শতাংশের নিচে ভোট পড়েছে ৬ কেন্দ্রে। ১-১০ শতাংশ ভোট কাস্ট হওয়া কেন্দ্রঃ কমর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ,কেন্দ্র-০৪ ,ভোট পড়েছে ১.৪৮ শতাংশ।

 

 


ফতুল্লা সরকারি প্রাঃ বিদ্যালয় কেন্দ্র ০৩ ভোট পড়েছে ২.৪১ শতাংশ, ফতুল্লা সরকারি প্রাঃ বিদ্যালয় কেন্দ্র ০১ ভোট পড়েছে ৩.৭১ শতাংশ, শাহ ফতেহউল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র ০২ ভোট পড়েছে ৩.৭২ শতাংশ, ফতুল্লা সরকারি প্রাঃ বিদ্যালয় কেন্দ্র ০২  ভোট পড়েছে ৩.৯৩  শতাংশ।

 


কমর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ,কেন্দ্র-০৩ ,ভোট পড়েছে ৪.৯৩ শতাংশ, দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ০২ ভোট পড়েছে ৫.৩৯ শতাংশ , ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ০৪ ভোট পড়েছে ৭.২৬ শতাংশ, কানন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল পুরুষ কেন্দ্র , ভোট পড়েছে ৭.৯২ শতাংশ। অন্যদিকে ৩০ শতাংশের বেশি ভোট কাস্ট হওয়া কেন্দ্র গুলো হলোঃ

 


আলহাজ্ব আঃ মান্নান ফায়েজে আম নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং কোতালেরবাগ কেন্দ্র ০১ , ভোট পড়েছে ৬৩.২৮ শতাংশ, আলহাজ্ব আঃ মান্নান ফায়েজে আম নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং কোতালেরবাগ  কেন্দ্র ০২, ভোট পড়েছে ৬২.৬৯  শতাংশ, হলি উইলস মডার্ন স্কুল কায়েমপুর।

 

 

ভোট পড়েছে ৫৯.৪০ শতাংশ, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন হাজীগঞ্জ কেন্দ্র ০১, ভোট পড়েছে ৫৭.০৭ শতাংশ, ৭৪ নং কুতুবাইল মডেল সরকারি প্রাঃ বিদ্যালয় , ভোট পড়েছে ৩৯.১২ শতাংশ, এসকে মডেল কিন্ডারগার্টেন ,ভোট পড়েছে ৩৩.৬৮ শতাংশ।

 


অর্থাৎ সর্বোচ্চ ভোট পাওয়া ৬ কেন্দ্রের ৪টি কেন্দ্রই  কোতালেরবাগের সম্মিলিতভাবে যার দায়িত্বে ছিলেন আজমত আলী ও বাছেদ প্রধান মেম্বার। বাকি ২ কেন্দ্র কায়েমপুর ও হাজীগঞ্জ নবনির্বাচিত চেয়ারম্যান ফাইজুল ইসলাম এর নিজের এলাকা হিসেবেই পরিচিত।এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন