Logo
Logo
×

রাজনীতি

সাজনুকে-শাহ নিজামের খোঁচা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৪:৪৩ পিএম

সাজনুকে-শাহ নিজামের খোঁচা
Swapno

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা হয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ৫টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আর এতে করে ইতোমধ্যে উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠে নেমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কখনো উঠান বৈঠক, কখনো হাটে, ঘাটে, মাঠে মানুষের কাছে গিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারনা করে নিজেদের প্রার্থীতার জানান দিচ্ছে।

 

এছাড়া অনেক প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমেও দোয়া চেয়ে প্রচারনা চালাচ্ছেন। এমনকি বিভিন্ন ইঙ্গিতে একে অপরকে খোঁচা মারতেও বাধা রাখেন নাই। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। ইতোমধ্যে তিনি সামজিক যোগাযোগ মাধ্যমের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

 

শুক্রবার ভোরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেন, সেহেরী করলাম, এখন ফজরের নামাজ পড়বো। দোয়া করি ছোট বড় সকলের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন ও নেক মকসুদ পূরণ করুন। শুধু সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা মন থেকে আপনাদের কাছের মানুষ কে মুল্যায়ন করুন। স্বার্থের প্রয়োজনে আসা অতিথি পাখিদেরকে বর্জন করুন তাহলে আগামী দিনে অতিথি পাখিরা সময়ের প্রয়োজনে আপনাদের কাছে না এসে সর্বসময় পাশে থাকার চেষ্টা করবে। যারা অতীতে বার বার নিজেদের স্বার্থে আপনাদের প্রিয় নেতার সাথে বেঈমানী করেছে সময় এসেছে তাদের প্রতিহত করার। দোয়া চাই সকলের।

 

অপরদিকে শাহ নিজামের এই পোস্ট নিয়ে সুধী মহল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা ফেলেছে। যদিও তিনি কারো নাম উল্লেখ্য না করে বলেছেন স্বার্থের প্রয়োজনে আসা অতিথি পাখিদেরকে বর্জন করুন। প্রিয় নেতার সাথে যারা বেইমানি করেছে তাদের প্রতিহত করতে আহ্বান জানিয়েছেন এই নেতা। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে কে সেই প্রিয় নেতা জানতে চাইলে তারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নাম বলবেন।

 

কিন্তু প্রশ্ন উঠেছে এই জনপ্রিয় নেতার সাথে বার বার বেইমানি করা কে সেই ব্যক্তি। যাকে তিনি প্রতিহত করতে আহ্বান জানিয়েছেন। এছাড়া বিপরীতে সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা না দিলেও রমজানের আগে থেকে ফতুল্লার বিভিন্ন এলাকায় রমজানের ইফতার সামগ্রী বিতরনের মাধ্যমে মাঠ গুছিয়ে নিচ্ছেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু। তবে তিনিও শামীম ওসমান একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। তবে তার সমর্থকরা তাকে সদর উপজেলায় নির্বাচনের জন্য দাবী তুলেছেন।

 

কিন্তু কর্মী সমর্থকদের দাবীতে কিছু না বললেও মাঠ সক্রিয় রয়েছেন। তাই সুধী মহল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের দেয়া ফেসবুকের পোস্ট কি তাহলে সাজনুকে খোঁচা দিলেন। কেননা রাজনৈতিক বোদ্বামহলের মতে সদর উপজেলা নির্বাচনে শাহ নিজামের প্রতিপক্ষ সাজনু হতে যাচ্ছেন। তার এই কথার ইঙ্গিত সাজনুর দিকে তীর ছুড়ছে।

 

উল্লেখ্য উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ১৭(১) ধারা অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার তারিখের আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এ হিসাবে আগামী মার্চই হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের উপযুক্ত সময়। ২০১৯ সনের প্রথম ধাপে উপেজলা নির্বাচন হয়েছে ১৮ মার্চ। কিন্তু এবার মার্চে রমজান মাস থাকায় এই সময় নির্বাচন না হয়ে তা মে মাসে গিয়ে পড়েছে।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর এবং বন্দর উপজেলার নির্বাচন আগামী ৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা নির্বাচন ১১ মে অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই প্রার্থীরা মাঠে নেমে নিজেদের মত করে প্রচারনা চালিয়ে গণসংযোগ করে যাচ্ছেন। এস.এ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন