Logo
Logo
×

রাজনীতি

তাদের ভবিষ্যৎ অনিশ্চিত

Icon

এম মাহমুদ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৪:৫১ পিএম

তাদের ভবিষ্যৎ অনিশ্চিত
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগরে যুব রাজনীতিতে বহু নেতার উত্থান পতন দেখেছে নগরবাসী। সে সকল নেতাদের মধ্যে আওয়ামী লীগেও যেমন প্রভাবশালী যুব সংগঠক রাজনীতিতে ছিল তেমনি বিএনপিতেও ছিল। যারা কালে ভাদ্রে রাজনৈতিক কলাকৌশলের কাছে হেরে গিয়ে রাজনীতির অনিশ্চিত ভবিষ্যৎতের দিকে চলে গিয়েছেন।

 

এরমধ্যে বিএনপির অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুব রাজনীতির সাথে দীর্ঘকাল সম্পৃক্ত থেকেও বেশ কয়েকজন নেতা কাঙ্ক্ষিত পদ বা দলীয় কোন্দল বা রাজনীতির কুটকৌশলের কাছে হেরে গিয়ে বিএনপির রাজনীতিতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরেই সম্পৃক্ত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি থাকাবস্থায় কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলে তিনি স্বেচ্ছায় মেনেও নেন। তার নেতৃত্বে থাকাবস্থার কমিটির পর কোন কমিটিই আহ্বায়ক থেকে পূর্ণ কমিটি ফিরতে পারেনি। তবে সে কমিটি বিলুপ্তির পর আরো দুটি কমিটি গঠিত হলেও মহানগরের যুব রাজনীতির জৌলুশ ফেরেনি।

 

যুব রাজনীতির পর স্বাভাবিক ভাবেই সকল দলের রাজনৈতিক নেতারা মূল দলের রাজনীতের সম্পৃক্ত হন। কিন্তু এক সময়ের এই যুব নেতার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূলদলের কমিটি গঠিত হলেও তার জায়গা হয়নি। তাছাড়া তার বড় ভাই তৈমুর আলম খন্দাকার ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি তথা বিএনপির কেন্দ্রীয় রাজনীতির প্রভাবশালী নেতা কিন্তু সিটি নির্বাচনে অংশগ্রহণের পর বহিষ্কার হলে তিনি আর বিএনপিতে ফিরতে পারেনি।

 

উল্টো বিএনপি ত্যাগ করে তৃণমূল বিএনপি নামক একটি দলে যোগ দেন। যার কারণে ছোট ভাই সাবেক যুবদল নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বিএনপির রাজনীতিতে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত ভবিষ্যৎতের দিকে চলে গিয়েছে।

 

অপরদিকে মাজহারুল ইসলাম জোসেফ নামে সাবেক তুখোড় ছাত্রনেতা যুব রাজনীতিতেও নিজেকে একজন তুখোড় যুবনেতা হিসেবে জানান দেন। কিন্তু নারায়ণগঞ্জ মহানগরের মত যুবদলের সংগঠনে থেকেও মূল দলের শীর্ষ নেতাদের মত বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে মহানগরের সকল এলাকায় বীরদর্পে যুব রাজনীতি করে নিজেকে মহানগর যুবদলের অন্যতম সংগঠক হিসেবে জানান দেন। তাছাড়া মহানগর যুবদলের শীর্ষ পদের যোগ্য দাবিদার ছিলেন।

 

কিন্তু দীর্ঘদিন সক্রিয়তার সাথে যুব রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও মিলেনি তার কাঙ্ক্ষিত পদ। কারণ মহানগর যুবদলের কমিটিতে তার কোন স্থান না রেখেই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল। তারপরও থেমে না থেকে মহানগর যুবদলের ব্যানারে এখনো সক্রিয় রয়েছেন। কিন্তু যুবদলে তার কাঙ্খিত পদের চাহিদা এখনো অনেকটা অনিশ্চিতই থেকে যাচ্ছে। যুবদলের বর্তমান কমিটি বিলুপ্তি ঘটলেও তার কাঙ্ক্ষিত পদে আসাটা অনেকটা অনিশ্চিত।

 

কারণ বহু ছাত্রনেতারাই যুব রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে শীর্ষ পদের দাবিদার হয়ে বসে আছে। যার কারণে সেশন জট কমাতে আবার জোসেফের যুব রাজনীতিতে কাঙ্ক্ষিত পদের অবলোপন হতে পারে। কিন্তু মূল দলেও তাকে স্থান দেয়ার প্রচেষ্টা রয়েছে কিন্তু মূল দলের রাজনীতির দিকে তিনি আকৃষ্ট নন যার কারণে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে জোসেফের যুব রাজনীতি।

 

এছাড়া নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান টানা তৃতীয়বারের মত যুগ্ম আহ্বায়ক পদেই রয়েছেন। তার পদের কোন উন্নতি ঘটেনি। তাছাড়া তার থেকে জুনিয়র নেতারা যুগ্ম আহ্বায়ক থেকে সদস্য সচিবের মত শীর্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন। কিন্তু শীর্ষ পদ দাবি করে টানা তৃতীয়বারের মত সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ মেলায় হাতশাগ্রস্ত ছিলেন। তবে আবারও সেই  সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ নিয়ে যুব রাজনীতিতে সক্রিয় থাকলেও যুবদলে তার আগামীর প্রত্যাশিত রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত। এস.এ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন