সোনারগাঁয়ে দুস্থ অসহায়দের নিয়ে খোকার ইফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৯:০১ পিএম
প্রতিবারের ন্যায় এবারও গরীব দুস্থ অসহায়দের সাথে নিয়ে ইফতার করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন খোকা। তবে রাজনীতিতে অনেকেই নিজ রাজনৈতিক চেয়ার হারিয়ে ফেললে ভুলে যান গরীব দুস্থ অসহায়দের কথা কিন্তু সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা চেয়ার হারালেও ভুলে যাননি জনসাধারণের কথা।
মঙ্গলবার (১৯ মার্চ) সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় লিজা পাম্পে বিকেলে ইফতারে খাবার প্রস্তুতির কাজে শরীক হন এবং নিজ হাতে খাবার পরিবেশন করে সবাইকে সাথে নিয়ে ইফতার সম্পন্ন করেন। ইফতার শেষে লিয়াকত হোসেন খোকা জানান, প্রতিবারের ন্যায় এবারও অসহায় গরিব-দুঃখীদের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখব। তিনি আরও বলেন, আমি গরীব দুঃখী অসহায়দের পাশে যেকোন ক্রান্তি লগ্নে তাদের পাশে ছিলাম এখনো আছি থাকব।
ইফতার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার প্রমুখ।


