কাঁচপুরে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মাহবুব পারভেজের গণসংযোগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৯:২৫ পিএম
আগামী ১১ মে সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষ্যে সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ।
মঙ্গলবার (১৯ মার্চ) কাঁচপুর সেনাপাড়া জামে মসজিদ মার্কেট, সোনালী মার্কেট, মসজিদ মার্কেট,হকার্স মার্কেট,খান মার্কেট,কাঁচা বাজার মার্কেট,রহমান প্লাজা মার্কেটে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন।
এ সময় মাহবুব পারভেজ জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করার লক্ষ্যে আপনাদের দ্বারপ্রান্তে এসেছি। আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবেন।


