সাদিপুরে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মাহবুব পারভেজের গণসংযোগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৯:৩৮ পিএম
সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন। এ সময় মাহবুব পারভেজ জনসাধারণের সাথে কুশল বিনিময় করে আগামী ১১মে সোনারগাঁ উপজেলা নির্বাচনে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।


