Logo
Logo
×

রাজনীতি

আলোচনায় বাদলের বিষ খোকনের ইতিহাস

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৮:৩২ পিএম

আলোচনায় বাদলের বিষ খোকনের ইতিহাস
Swapno

 

জাতীয় নির্বাচনের পর থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে নানা ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে জেলা আওয়ামী লীগের দুই নেতা দীর্ঘ সময়েও পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারা নিয়ে আলোচনা হচ্ছে। অপরদিকে মহানগর আওয়ামী লীগের ঘোষণা দেয়া ওয়ার্ড কমিটিগুলো নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। তবে এরই মাঝে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার দুটি বক্তব্য নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে নানা হাস্যরস ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

 

সম্প্রতি এক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নৌকার প্রার্থী না দেয়া হয় তবে তিনি বিষ খাবেন। অপরদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা হঠাৎ করেই নারায়ণগঞ্জের নানা ইতিহাস নিজের মতো করে বলার চেষ্টা করছেন যা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ আওয়ামী লীগ নেতারাই। এমনকি মেয়র আইভীও একটি অনুষ্ঠানে খোকন সাহার প্রতি ইঙ্গিত করে টিপ্পনি কেটে বলেছেন, এখন নারায়ণগঞ্জের অনেকেই নিজেদের মতো করে ইতিহাস তৈরি করছেন।

 

এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্টজন হিসেবে পরিচিত ও বন্ধু হিসেবে পরিচিত এই দুই নেতা হঠাৎ করে এসব আওয়াজ কেন তুলছেন। অনেকেই বলছেন, তারা দুইজনই সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে থেকে শামীম ওসমান এমনকি ওসমান পরিবারের রাজনীতির সুদৃষ্টি থেকে দূরে সরে গেছেন। আগের মতো তাদের আর সেই কদর নেই। এসবের কারণ হিসেবে আওয়ামী লীগ নেতারা বলছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকেই মূলত ভিপি বাদল ও খোকন সাহার কদর ওসমান পরিবারের কাছে তলানীতে আসতে শুরু করে।

 

ওই নির্বাচনের আগে ঢালাও করে ভিপি বাদল ও খোকন সাহা দুইজনই নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন নিয়ে ওসমানদের বিরুদ্ধে গরম বক্তব্য রেখেছিলেন। এমনকি নির্বাচনের জেরে ভিপি বাদলকে নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডি থেকে ছেঁটে ফেলা হয়। গুরুত্ব কমতে শুরু করে খোকন সাহার কথারও। সেলিম ওসমান তো ভিপি বাদলকে ল্যাতা উপাধি দিয়েছেন। পাল্টা উত্তর দিয়ে সেলিম ওসমানকেও সে সময় বেকায়দায় ফেলেছিলেন ভিপি বাদল ও খোকন সাহা।

 

পরবর্তীতে পরিস্থিতি কিছুটা সামলে উঠতে পারলেও আগের সেই কদর আর তারা ফিরে পাননি। জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটিতে বড় দুই পদে আসীন থাকলেও তারা দীর্ঘদিন ছিলেন ওসমানদের সাথে তাই আছেন এমন একটা আবহ তৈরি হয়েছে বলে জানিয়েছে বেশ কিছু সূত্র। নারায়ণগঞ্জের সব আসনে নৌকা না দিলে ভিপি বাদলের বিষ খাওয়ার বিষয়টি নিয়েও টিপ্পনি কেটেছেন সেলিম ওসমান জানিয়েছে সূত্র। এক অনুষ্ঠানে আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে বাদলের বক্তব্যের বিষয়টি টেনে ইঙ্গিত দেন।

 

তখন ওই নেতা সেলিম ওসমানকে বলেন, বাদল বিষ খেলেও আমরা খাচ্ছি না। হাসতে হাসতে অনেকে পাশ থেকেই বলেন, কারণ দ্বাদশ জাতীয় নির্বাচন শেষ হয়েছে মাত্র দুই মাস। আপাতত আগামী ৫ বছর টিকে থাকার পরই দেখা যাবে আসলে বিষ খাওয়া হয় কিনা। এতো আগে বিষ খেলে আগামীর রাজনীতি কী হবে আওয়ামী লীগের? অনেকেই বলছেন, ওসমানদের দৃষ্টি আকর্ষণ করতেই ভিপি বাদলের এমন মন্তব্য। আর খোকন সাহাও মাঝে সাঝে চেষ্টা করেন ওসমানদের কাছে আগের সেই প্রায়োরিটি পাওয়ার জন্য।

 

ভিপি বাদল ও খোকন সাহার অতীত ওসমান বিরোধীতার পর যখন বরফ গলা শুরু করে তখন সুধীজনেরা টিপ্পনী কেটে বলেছিলেন, সেই তো নথ খসালি তবে কেন লোক হাসালি! তবে বিষয়টি যে ওসমানরা মনে রেখেছে তা বর্তমানে ওসমান পরিবারের ঘনিষ্ট এই দুই নেতার প্রায়োরিটি আদায়ের চেষ্টা করা থেকে বুঝা যাচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে দীর্ঘদিন ওসমান পরিবারের ছায়াতলে থেকে রাজনীতি করে এই দুই নেতার অর্জনও কম নয়। তবে উত্থান যেমন আছে পতনও অনিবার্য।

 

দীর্ঘ রাজনীতির পরিক্রমা শেষে এই দুই নেতার আগামীর রাজনীতি কেমন হবে তা নিয়ে ইতিমধ্যে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাদের মধ্যেই নানা চর্চা হচ্ছে। অনেকে বলছেন, বহু ত্যাগী আওয়ামী লীগ নেতা গুরুত্বপূর্ণ পদের অপেক্ষায় আছেন, অনেকেই আছেন নেতৃত্বের অপেক্ষায়। তাই বিদায় নিতেই হবে, তবে সেটি কি এই দুই নেতার ক্ষেত্রে সুমিষ্ট হবে নাকি তিক্ততায় ম্লান হবে এই প্রশ্ন এখন চারপাশে ঘুরপাক খাচ্ছে।

 

রবীন্দ্রনাথের ‘ সোনার তরী’ কবিতার মতো ‘ যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’। এই অমোঘ সত্যের কাছে হার মেনে বিগত দিনে যারা হারিয়ে গেছেন কালের গর্ভে। ভিপি বাদল ও খোকন সাহাকে নিয়ে যখন কথা প্রসঙ্গ উঠবে তখন কি আওয়ামী লীগ নেতাকর্মীরা সমস্বরে বলে উঠবেন, ‘আমরা তোমাদের ভুলবো না? এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন