Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের গোস্বা ভাঙালেন খোকন সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৯:১১ পিএম

শামীম ওসমানের গোস্বা ভাঙালেন খোকন সাহা
Swapno

 

নারায়ণগঞ্জ সদর এবং বন্দর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৮ মে জেলার এই দুই উপজেলা নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহনের দিনক্ষন নির্ধারণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচনে প্রার্থী ঠিক করতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান নিজের মনের কষ্টের কথা তুলেন ধরেন তারই কর্মী সমর্থকদের মাঝে। এমনকি নেতা কর্মীদের অনুরোধ জানান তাকে যেন কেউ বিব্রত না করেন।

 

একই সভায় তাৎক্ষণিক ভাবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এমপি শামীম ওসমানের মনে যে কষ্ট পাইছে তা ভুলে গিয়ে কর্মীদের ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে রাগ না করার আহ্বান জানান। তার কথার প্রেক্ষিতে শামীম ওসমানও নিজের মনে দুঃখ পাওয়ার কথা তুলে নেন। আর এই ভাবে বন্ধু হয়ে আরেক বন্ধুর গোস্বা ভাঙান। কেননা সাংসদ শামীম ওসমান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা একে অপরের বন্ধু হিসেবে রাজনীতিতে পরিচিত।

 

তারা একই ব্যাচমেন্ট বলেও জানেন নেতা কর্মীরা। এদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার বাইরে কেউ না। আপনিতো আমাদের অভিভাবক। আপনি কেন রাগ করবেন। সকলেই আপনার হাতে তৈরী। আপনার কথার বাইরে কেউ যাবে না। আপনি শওকত ভাই আর বাদল ভাইকে দায়িত্ব দিয়েছেন তারা তা সঠিক ভাবে পালন করবে। আপনি বলেছেন কেউ কোন ধরনের খোঁচাখুঁচি করবেন না। একই সাথে আপনাকে যেন কেউ অনুরোধ করে বিব্রত না করে।

 

সদর উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা আমাদের সন্তান। যারা এ বিষয়টা মনে রাখবেন না তাদের পস্তাতে হবে। শামীম ওসমান কাউকে জোর করে বেধে দিবেন না। আপনার সাথে কেউ না থাকলেও আমি খোকন বাদল থাকবো। কেননা আমরা আপনার সাথে ছিলাম, আছি থাকবো। কে হাত উঠালো না উঠালো এটা আপনি মাইন্ড করে রাগ করবেন না। আপনি মনে কষ্ট নিবেন না এটা আপনার প্রতি আমার অনুরোধ।

 

দীর্ঘ দিন আপনার সাথে রাজনীতি করে তারা আপনার কাছে আবদার করতেই পারে। আপনি শওকত ভাইকে দায়িত্ব দিয়েছেন তারা তা পালন করবে। কারা আপনার সাথে বিদ্রোহ করবে। তারা তো আপনারই পরিবারের সন্তান। তাই আমি বলবো আপনি মনে কষ্ট নিবেন না।

 

এর আগে ৩০ মার্চ ফতুল্লা থানা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সাংসদ শামীম ওসমান বলেছেন, আমার ছেলে মেয়েদের যেভাবে আদর করি তার চেয়ে কোন অংশে আমার কর্মীদের কম আদর করি না। আমি যখন দেখি এটা নিয়ে রেষারেষি হয় তখন আমার মনে হয় আমি কোন যোগ্য মানুষ না। আমার বাচ্চাদের আমি শিখাতে পারি নাই। আমি তখন খুব কষ্ট পাই। আমার কাছে খুব কষ্ট লাগে। আমি হাত জোর করে অনুরোধ করছি আমাকে বিব্রত করবেন না। আপনাদের সকলকে ভালোবাসি এটা যদি আমার দুর্বলতা হয় তাদের জন্য বলা।

 

কেউ যদি এটাকে সত্যি সত্যি দুর্বলতা ভাবেন তাহলে ভুল করবেন, আমি যেটা বলবো সেটাই হবে এর বাইরে কিছু হবে না। আমি রাজনীতি করতে আসছি ধান্দা করতে আসি নাই। যদি ধান্দা করতে আসতাম তাহলে ব্যাংকে আমার বাড়ি বন্ধক রাখতাম না। তাছাড়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার বক্তব্যের পরে সাংসদ শামীম ওসমান যে কষ্ট পাওয়া কতা বলেছেন তা তুলে নেন। সেই সাথে তিনি সকলকে নিয়ে একটা পরিবারের মত হয়ে থাকতে চেয়ে নেতা কর্মীদের আহ্বান জানান।

 

তাই আলোচনা সভার পরে নেতা কর্মীরা বলাবলি করছে এড. খোকন সাহা তার বন্ধু শামীম ওসমান যে ভাবে গোস্বা করেছে তা কেউ ভাঙ্গাতে পারবে না। কিন্তু তা নয় সভাস্থলেই সাংসদের গোস্বা তিনি ভাঙ্গিয়েছেন। এতে করে সভাস্থল থেকে নেতা কর্মীরা কিছুটা হলেও স্বস্তি নিয়ে ফিরে যান। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন