আ.লীগের প্রার্থীর সহযোগিতায় মান্নানের ইফতার মাহফিল
এম মাহমুদ
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৯:২৬ পিএম
দেশব্যাপী চলমান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় ইফতার দোয়া মাহফিল। সে লক্ষ্যে গতকাল সোনারগাঁ উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্যও রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সোনারগাঁ উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এমনটা প্রচারিত হলেও এই আয়োজনে মূল সহায়ক ও অন্তরাল থেকে সহযোগীতা করেছে আওয়ামীলীগের একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
যেখানে সোনারগাঁ উপজেলা পরিষদের সেই চেয়ারম্যান পদ প্রার্থীর শর্ত মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান তথা তার নির্দেশে সোনারগাঁ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থন বা পর্দার আড়াল থেকে আওয়ামী লীগের এই চেয়ারম্যান প্রার্থীকে সহযোগীতে করবে এমন শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ নেতার আর্থিক সহযোগীতায় সোনারগাঁও উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখেন অনলাইনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
বিশ্বস্ত সূত্র বলছে, আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক সোনারগাঁ উপজেলা বিএনপি থেকে কোন প্রার্থী অংশ না নিলেও আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদ প্রার্থী বাবুল ওমর বাবুকে সমর্থনের শর্ত সাপেক্ষ তার আর্থিক সহযোগীতায় সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় ইফতার মাহফিল আয়োজন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান।
তবে এমন কান্ডে ক্ষোভের ঝড় বইছে সোনারগাঁ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাদের মতে আওয়ামী লীগ নেতার সহযোগীতায় কেন ইফতার মাহফিল করতে হল আর সেই ইফতার মাহফিল অনুষ্ঠানে আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
সূত্র আরও নিশ্চিত করেছে, উক্ত ইফতার মাহফিলে সহযোগীতা স্বরূপ আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর শর্ত মোতাবেক সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের সমর্থন তথা তার নির্দেশে উপজেলা বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের এই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে কাজ করবেন। তবে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের সাথে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর সাথে মধ্যস্থতা করাতে অন্যতম ভূমিকা রাখেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুর রহমান।
যিনি আওয়ামী লীগের এই চেয়ারম্যান প্রার্থীর ইউনিয়ন কাঁচপুর ইউনিয়নের বাসিন্দা। সোনারগাঁ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য সভাপতি এবং সাধারণ সম্পাদকরা এই ইফতার মাহফিলে উপস্থিত না হলেও এই শ্রমিকদলের মজিবুর আজকের ইফতার মাহফিলে ছিলেন সামনে সাড়িতে এবং বক্তব্যও দিয়েছেন। যাকে অন্যান্য সভা সমাবেশে সামনের সারিতে থাকা দূর থাক বক্তব্য রাখতেও দেখা যায় না।
এছাড়া জামপুর ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু গোলজার হোসেন এই বিতর্কিত কান্ড রটাতে সহায়ক ছিলেন যে কিনা কখনো বিএনপি কখনো আওয়ামী লীগের রাজনীতির উপর ভর ভূমি দখল কর্মকান্ডে লিপ্ত থাকেন। তিনি বর্তমানে আবারও আজহারুল ইসলাম মান্নানের সহযোগীতায় বিএনপির রাজনীতিতে দাবড়িয়ে বেড়াচ্ছেন। তবে এই বিতর্কিত কান্ড রটানো হচ্ছে আচ করতে পেরে খোদ জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক সভাপতি ও সাধারণ সম্পাদক জামপুর সানোয়ার হোসেন এই ইফতার মাহফিল বয়কট করেছেন।
এছাড়াও সোনারগাঁয়ের শীর্ষ বিএনপির নেতা ও কেন্দ্রীয় নেতা হাজী মজিবুর রহমান সদস্য সচিব তাঁতীঁ দল কেন্দ্রীয় কমিটি, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল সাবেক সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি শাহ আলম মুকুল সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা যুবদল, সালাউদ্দিন সালু আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল সোনারগাঁ উপজেলা, শহীদুর রহমান স্বপন আহ্বায়ক যুবদল সোনারগাঁ উপজেলা, জাকারিয়া ভূঁইয়া আহ্বায়ক ছাত্রদল সোনারগাঁ উপজেলা, ফরহাদ শিকদারআহবায়ক ছাত্রদল সোনারগাঁ পৌরসভা, সেলিম হক রনি সভাপতি কাঁচপুর ইউনিয়ন বিএনপি, সেলিম সরকার ভারপ্রাপ্ত সভাপতি সাদীপুর ইউনিয়ন বিএনপি, সহ সোনারগাঁও উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ বেশিরভাগ নেতারাই ইফতার মাহফিল বয়কট করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নিজেকে বীরত্বের পরিচয় দিতে কেন্দ্রীয় বিএনপির উপস্থিতিতে দেশনায়ক তারেক রহমানকে প্রধান অতিথি করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সহযোগীতায় ইফতার মাহফিল করেছেন। যার কারণে ক্ষুব্ধ হয়ে আমরা এই ইফতার মাহফিলকে বয়কট করেছি।
এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া বলেন, জামপুর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগেই হয়েছে। কিন্তু আমরা যতটুকু নিশ্চিত হয়েছি অন্যদের অর্থায়নে এই অনুষ্ঠান হয়েছে এটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, আর এই অর্থায়ন আমাদের বিরোধী শিবির থেকেই এসেছে নির্বাচন করবে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচন করে দিবে এমন কথা দিয়ে মান্নান ভাই তার নিকট হতে টাকা এনেছে। এস.এ/জেসি


