Logo
Logo
×

রাজনীতি

৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পিএম

৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ
Swapno

 

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ জিয়া হলে রাতের আঁধারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য এ.কে এম শামীম ওসমানকে ম্যূরাল ভাঙ্গার নীল নকশাকার হিসেবে দায়ী করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা ম্যুরাল আবারো যথাযথরূপে পূর্ণস্থাপনের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো।

 

যার সময় শেষ হবে আজকে ইতিপূর্বে বা ইতিমধ্যে জেলা বিএনপিসহ তাদের আওতাধীন সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেউ ম্যুরাল ভাঙ্গা পরিদর্শণে বা এ বিষয় নিয়ে কোন প্রকারের প্রতিবাদ ও মাথা ঘামাচ্ছে না। তা ছাড়া মহানগর বিএনপির নেতাকর্মীরা শুধু আল্টিমেটাম দিয়েই ক্ষ্যন্ত তা ছাড়া তারা এখনো শহরে কোন প্রকারের প্রতিবাদ মিছিল।

 

তৃণমূলের নেতাকর্মীরা বলছে, বিএনপি যে কঠোর আন্দোলনে মামলায় জর্জরিত হয়ে প্রতিবাদ করার শক্তি হারিয়েছেন এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে, তা না হলে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের একটি শেষ স্মৃতির মধ্যে আঘাত আসলে ও এখনো বিএনপির নেতাকর্মীরা কিভাবে চুপ থাকে তা মাথায় কাজ করছে না। তা ছাড়া মহানগর বিএনপির দেওয়া ৭২ ঘন্টার মধ্যে জিয়ার ম্যূরাল কি আবারো পূর্ণরূপে ফিরে যাবে তা নিয়ে ও রয়েছে নানা সংশয় কারণ তাদের এই ৭২ ঘন্টার আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে গতকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, তারা নাকি ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।

 

নারায়ণগঞ্জের জনগণ ও আমি তাদের আল্টিমেটামের শক্তি দেখতে চাই। তার এমন বক্তব্যে বিএনপির নেতাকর্মীরা নড়ে চড়ে বসে আতঙ্কিত হয়ে পরেছেন। এদিকে আজকে ম্যুরাল পূর্নস্থাপনের জন্য দেওয়া ৭২ ঘন্টার আল্টিমেটাম তা শেষ হবে। তা ছাড়া এখনো কোন প্রকারের পদক্ষেপ শুরু করেনি বিএনপির নেতাকর্মীরা আজকে আল্টিমেটাম শেষ হওয়ার পরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে কি ধরনের আন্দোলনের মাধ্যমে এটার প্রতিবাদ জানায় সেটাই দেখার বিষয়।

 

এদিকে গত (৫ এপ্রিল) বাদ জুমা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চাষাঢ়ায় অবস্থিত জিয়া হলের উপর স্থাপিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙা প্রসঙ্গে শামীম ওসমান বলেছেন, নিজে অথবা ঠাডা পড়ে জিয়ার ম্যুরাল ভেঙে পড়েছে। জিয়ার ম্যুরাল ভাঙা হবে এটি আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। শহীদ জিয়ার ম্যুরাল ভাঙা নিয়ে বিএনপি নেতাদের অভিযোগ শামীম ওসমানের নির্দেশেই ম্যুরালটি ভাঙা হয়েছে।  

 

সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে ২ তারিখে সভা ডাকা হয়েছে, ৩ তারিখে এটা ভাঙলো। ৪ তারিখে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হল। ৩ তারিখে জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙা হলো। এখানে আমাদের প্রবলেম কি। এটা তো প্রশাসনই ভাঙবে, ভাঙতে বাধ্য। ওরা সুকৌশলে এ কাজটি করেছে। কিংবা কাউকে দিয়ে করিয়েছে, কিংবা নিজে নিজে পরেছে কিংবা ঠাডা পরেছে। যদিও ঠাডা পরে নি আমি কনফার্ম। তারা এটাকে নিয়ে ইস্যু করতে চাচ্ছে।

 

বাংলাদেশের ইতিহাসের বিকৃতি করার চেষ্টা করছে, স্বাধীনতার শক্তির বিপক্ষে থাকছে। এদের জন্য বলবো, আপনারা পারবেন না। এখানে নারায়ণগঞ্জের পূর্বপুরুষদের স্মৃতি তুলে ধরা হবে। তাদের সবাই আওয়ামী লীগ করতেন না। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলা টাউন হল কমিটির উপদেষ্টা একেএম শামীম ওসমান বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, টাউন হলে জিয়ার ম্যুরাল থাকবে না, এটা সর্বসম্মত সিদ্ধান্ত। তবে কেউ যদি ব্যক্তিগত ভাবে কারো বাড়ির ট্যাংকির ওপর জিয়ার ম্যুরাল লাগাতে চান, তবে কারো আপত্তি থাকার কথা নয়।

 

তিনি আরো বলেন, তারা নাকি ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। নারায়ণগঞ্জের জনগণ ও আমি তাদের আল্টিমেটামের শক্তি দেখতে চাই। বিএনপিকে যেহেতু বর্তমানে জনগণ জনবিচ্ছিন্ন দল হিসেবে আখ্যা দিয়েছে তারা এখন তাদের কতটুকু শক্তি প্রয়োগ করবে প্রতিবাদের লক্ষে। আর এখন থেকে এই জিয়ার ম্যুরাল ভাঙ্গার প্রতিবাদে জেলা বিএনপি ও রাজপথে আসবে নাকি তা ছাড়া সকল অঙ্গসংগঠন এখনো ঘরে বসেই প্রতিবাদ করবে যোগাযোগ মাধ্যমে অনলাইনে সেটাই দেখা যাবে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন