Logo
Logo
×

রাজনীতি

অনলাইনে কালামের মনোনয়নপত্র জমা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩১ পিএম

অনলাইনে কালামের মনোনয়নপত্র জমা
Swapno


আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মাহফুজুর রহমান কালাম।


শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় অনলাইনের মাধ্যমে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মাহফুজুর রহমান কালাম নিজের মনোনয়নপত্রটি জমা দেন।


মনোনয়নপত্র জমা শেষে মাহফুজুর রহমান কালাম বলেন, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক আজ চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগামী ২৩মে সোনারগাঁ উপজেলা নির্বাচনে সোনারগাঁয়ে সাধারণ জনগণ আমাকে বিপুল ভোটে জয়জুক্ত করবে এই প্রত্যাশা রেখেই মনোনয়নপত্র জমা দিয়েছি।


উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে সোনারগাঁ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ ৩০ এপ্রিল আর ২১ মে ভোট গ্রহণ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন