Logo
Logo
×

রাজনীতি

টুকু-শাহেদের মুক্তি চেয়ে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৬:১৬ পিএম

টুকু-শাহেদের মুক্তি চেয়ে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
Swapno

 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

 

 

গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল চারটার দিকে শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি চাষাড়া চত্বর ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয় ।

 


এ সময় বিক্ষোভ মিছিল থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

 


বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা ও মিথ্যা মামলায় গ্রেফতার মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের নিংর্শত মুক্তির দাবি জানিয়ে বলেন, এই অবৈধ ডামি ভোটার বিহীন সরকার পুরো দেশটিকে কারাগারে পরিণত করেছে।

 

 

পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আদালতের বন্দুক রেখে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে কারাবন্দী করে রাখছে। অবৈধ ভোটারবিহীন সরকার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে একটি মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে।

 

 

আর একটি সাজানো ও মিথ্যা মামলায় মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদকে গ্রেপ্তার করেছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

 


নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

 


এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আরমান হোসেন, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, শফিকুল ইসলাম শফিক, শাহীন শরীফসহ প্রমুখ।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন