ঢাকার সমাবেশে সাদেক-সজীবের নেতৃত্বে জেলা য্বুদলের শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২৪, ০৯:৩০ পিএম
ঢাকা নয়াপল্টনে যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
শনিবার (১১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন সাবেক বেগম খালেদা জিয়া'র সুচিকিৎসা, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু'র দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিট যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নটরডেম কলেজের আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে জেলা যুবদলের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুন সু- সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ও মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা যুবদল নেতা আরিফুজ্জামান ইমন, আনিসুর রহমান আনিস, ইকবাল হোসেন, আবু মাসুম, আঃ করিম, আব্দুর রহমান পিয়েল, সোহেল রানা, জিয়াউল হক জিয়া, আলী আহমেদ সাগর, সাগর সিদ্দিকী, রেজাউল খন্দকার, ইকবাল হোসেন, জুয়েল আহম্মেদ, আল আমিন, শাহাদাত হোসেন, রুহুল আমিন, জিসান আহমেদ রুবেল, মামুন প্রধান, সানাউল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম সুজন, ফকির জহির,সিজান আহম্মেদ রুবেল, কায়সার মুন্সী, আঃ সালাম, মোজাম্মেল হক, আবুল খায়ের, মো. রাসেল, কামাল হোসেন, জেকি, কামাল হোসেন, মেহেদী হাসান রিপন, মো. সোহেল মিয়া, মাইনুল ইসলাম সুরুজ, জসিম গাজী, সালাউদ্দিন, মঞ্জুর হোসেন, মো. ওয়াসিম, জহিরুল ইসলাম, রানা হামিদ,আলি হোসেন, শাহ্ আলীসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দরা।


