জিয়ার ৪৩তম শাহাদাতবার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবকদলের দোয়া খাবার বিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৬:৫১ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে গোদনাইল ওয়াব্দারপুল সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে দোয়া মাহফিল শেষে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক জেলা ছাত্রদলের আহবায়ক ও সাবেক জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জনাব মাশুকুল ইসলাম রাজিব। এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরবর্তীতে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর আহমেদ ভূঁইয়া-সোহেলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক জি.এস শাহ আলম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক সুমন ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক-সদস্য ওমর ফারুক শোভন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল প্রধান, মো: মামুন সরকার, বন্দর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক রুবেল কিবরিয়া, জেলা যুবদল নেতা মায়নুল রবিন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সহ-সভাপতি সিফাত, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারাতুর রহমান ভূইয়া মিয়াদসহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।


