Logo
Logo
×

রাজনীতি

জিয়ার ৪৩ তম শাহাদাৎ বাষির্কীতে নবীন-প্রবীণদের একত্রিত করলেন রাজিব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৯:০৬ পিএম

জিয়ার ৪৩ তম শাহাদাৎ বাষির্কীতে নবীন-প্রবীণদের একত্রিত করলেন রাজিব
Swapno

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির নবীন ও প্রবীণ নেতাদের এক টেবিলে মূল্যায়িত ও একত্রিত করায় বেশ আলোচনায় রয়েছেন মাশুকুল ইসলাম রাজিব।  

 

গতকাল শুক্রবার ( ৩১ মে) বাদ জুমা শহরের মিশনপাড়া এলাকায় মাশুকুল ইসলাম রাজিবের বাড়ির সামনে দিনব্যাপী জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর পাশাপাশি নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের মিলন মেলা ও অনুষ্ঠিত হয়। 

 

এ দিকে গত ‘৭’ জানুয়ারী প্রহসনের নির্বাচনের পর ও এর আগের মামলা-হামলা নির্যাতনের কারণে প্রায় ৮ মাস যাবৎ বিএনপির সকল নেতাকর্মীরা একত্রিত হতে পারছিলেন না। তা ছাড়া বর্তমানে ও নেই কোন আন্দোলন সংগ্রাম যাকে ঘিরে সকল নেতাকর্মীরা একত্রিত হতে পারছিলেন না। এদিকে বিএনপির বহু নেতাকর্মীরা অনেকটাই ঝিমিয়ে পরেছিলেন। অপর দিকে বিগত দিনের প্রবীণ নেতারা পদ-পদবীসহ কোন দিক দিয়েই মূল্যায়িত না হওয়ায় বিএনপি থেকে অনেকটাই মুখ ফিরিয়ে রেখেছিলেন। কিন্তু সকল বাধা বিপত্তি ও গ্রুপিংকে পিছনে ফেলে সকল নেতাকর্মীদের সাথে মিলন মেলার মাধ্যমে আগামীতে দলের সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা করতে বিএনপির আলোচনা সভা ও জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

এতে জেলা বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ থেকে শুরু করে মহানগর বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, সিদ্ধিরগঞ্জ বিএনপি-যুবদল-ছাত্রদল, আড়াইহাজার বিএনপি-যুবদল-ছাত্রদল, রূপগঞ্জ যুবদল-ছাত্রদল সকল নেতাকর্মী উপস্থিত হয়ে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও আগামীর আন্দোলনের গতি নিয়ে আলোচনা সভার এমন সম্মিলিত আয়োজনে রাজিবের প্রতি নেতাকর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । 

 

জেলা বিএনপির রাজিবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে যোগদান করেন।

 

বাদ জুম্মা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম,

 

 আড়াইহাজার উপজেলা বিএনপি'র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানাসহ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন