জিয়ার শাহাদাৎবার্ষিকীতে কাশিপুরে স্বেচ্ছাসেবকদলের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৯:৪৯ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাশিপুর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় কাশিপুরের বাঁশমুলি এলাকায় জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল। এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরবর্তীতে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


