বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রনেতা কে.এম মাজহারুল ইসলাম জোসেফের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মে) বিকেলে শহরের টানবাজার এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জোসেফের উদ্যোগে কয়েকদিন ব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। এই কর্মসূচির দ্বিতীয় দিনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল প্রধান, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আমির হোসেন, জুয়েল রানা, আলী নওশাদ তুষার, আখতারুজ্জামান মৃধা, জাকির হোসেন, সুমন ভূঁইয়া, আল মামুন, বিল্লাল হোসেন, নুর আলম খন্দকার, সোহেল মাহমুদ, মিজানুর রহমান মিজান, কাজী নূর আলম, আখতার হোসেন, মনির হোসেন, কামরুল হাসান, সেলিম খন্দকার, মোজাম্মেল হক, সাঈদ হোসেন, হানিফ মাহমুদ, মো.মুসা ও মিঠু আহমেদ। এন. হুসেইন রনী/জেসি


