# উপজেলা নির্বাচনে উধাও তৈমুরের তৃণমূল বিএনপি
মাস কয়েক আগে জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে আলোচনায় থাকা তৃণমূল বিএনপি কোনও আসনেই জয়ী হতে পারেনি। এমনকি জামানত হারিয়েছেন স্বয়ং দলটির চেয়ারপারসন ও মহাসচিবও। তারা যে ভাবে মাঠে হাক ডাক দিয়ে মাঠে হৈ চৈ তৈরী করেছেন সে অনুযায়ী তেমন কোন ফলাফল দেখাতে পারেন নাই। জাতীয় সংসদ নির্বাচনের পর তৃনমূল বিএনপির তৈমুর আলম খন্দকার অনেকটা উধাও হয়ে রয়েছেন। সারাদেশের চলমান উপজেলা নির্বাচন কিংবা পৌরসভা নির্বাচনে তাদের কোন দেখা নেই। উপজেলা নির্বাচনে তৈমুর আলম উধাও হয়ে রয়েছেন।
তাছাড়া সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করে যথেষ্ট আলোচনায় ছিল তৃণমূল বিএনপি। জয় না পেলেও রাজনৈতিক পরিচয় পেয়েছে তারা। তখন তারা মিডিয়াতে কিন্তু তৃনমুল বিএনপিকে দিয়ে সরকারের যে উদ্দেশ্য ছিল তা সফল করতে দলের নেতারা ব্যর্থ হন। দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে তৃনমুল বিএনপি নিয়ে হৈ চৈ হলেও বর্তমানে উপজেলা নির্বাচনে তাদের কোন সারা নেই। সংসদ নির্বাচনে তারা ৩শ’ আসনে প্রার্থী দেয়ার ঘোষনা দিয়ে ২শ’৩০ আসনে প্রার্থী দিয়ে কোন আসনে জয় হতে পারে নাই। অনেকে বলছে দ্বাদশ সংসদ নির্বাচনের পরে তৃনমূল বিএনপি উধাও হয়ে গেছে। কেননা তাদের কোন কার্যক্রম দেখা যায় নাই।
এদিকে জানাযায়,বিএনপির বহিস্কৃত নেতা তৈমুর আলম খন্দকারের দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য এখন মাঠে নেমেছেন। তার দল তৃনমুল বিএনপিকে সংগঠিত করার জন্য তিনি এখন মাঠে নেমেছেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের জেলা মহানগরের পরে রূপগঞ্জ উপজেলা সহ বিভিন্ন পৌরসভা উপজেলা কমিটি গঠনের জন্য মাঠে নেমেছেন। তবে তিনি কতটুকু সারা পাবেন তা নিয়ে ধোয়াশা রয়েছে। কেননা বিএনপির একটি অংশ তাকে মীর জাফর বলেও খ্যাতাব দিয়েছেন। কেননা তিনি বিএনপি থেকে বহিস্কার হওয়ার পরে তার সেই দল ছেড়ে তৃনমূল বিএনপির মহাসচিব হয়ে যোগদান করেন।
নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আওতাধীন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় তৃণমুল বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে রুপসী খন্দকার বাড়িতে এক কর্মীসভার মাধ্যমে মো. কামাল খানকে আহ্বায়ক ও মো. মকবুল হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি চূড়ান্ত করা হয়।
১৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার ও সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন। কর্মীসভায় তৃনমুল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জের প্রতিটা ইউনিটে তৃণমুল বিএনপির কমিটি গঠনের জন্য তাগিদ দেন।
খোজঁ নিয়ে জানযায়, জাতীয় সংসদ নির্বাচনের পর এক প্রকার তারা রাজনীতির মাঠ থেকে অনেকটা আউট হয়ে রয়েছে। কেন্দ্রীয় কিংবা স্থানীয় পর্যায়ে তনৃমুল বিএনপির মহাসচিব তৈমুর আলমকে দেখা যাচ্ছে না। এই দীর্ঘ দিন পর গত শুক্রবার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কমিটি গঠনের মধ্য দিয়ে তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলমের দেখা মিলে। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচনের পর এই বার দল গুছানোর কাজে নেমেছেন তৈমুর আলম।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছে উড়ে আসা জুরে বসা দল তৃনমুল বিএনপি। অর্থাৎ তারা হঠাৎ করে আলোচনায় এসে তারা আবার উধাও হয়ে যান। রাজনীতি দল হিসেবে তারা কতটুকু এগিয়ে যেতে পারবে তা নিয়ে রয়েছে শংসয়। তার পরেও দলকে শক্তিশালি হিসেবে গড়ে তুলতে চান এই দলটি। এবিষয়ে তৃনমুল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের সাথে একাধিবার যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।


