জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা বিএনপির দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৯:৩২ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ জুন) রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সভানেত্রী শরিফা বেগম মায়া, কেন্দ্রীয় জিয়া মঞ্চের যুগ্ন সাধারণ সম্পাদক আ:হালিম , নারায়নগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা: শাহীন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।


